আমাদের কথা খুঁজে নিন

   

"ভাবের কথা না বুঝারই কথা"

ছোটবেলায় প্রথম যেদিন রবিঠাকুরের 'ভেঙ্গে মোর ঘরেরচাবি নিয়ে যাবি কে আমারে 'গানটা শুনলাম ,ভীষণ ভাবনায় পড়ে ছিলাম।কিছুতেই বুঝতে পারছিলাম না চাবি ভেঙ্গে তালা খোলা যায় কিনা ।চাবিভেঙ্গে উনাকে ঘর থেকে বেরকরার বিষয়টি কিছুতেই মাখায় ঢুকছিলনা ।অবশেষে ধরে নিলাম মানুষ মাত্রই ভুল করে ,উনি হয়তো যাবির সাথে ছন্দ মেলাতে গিয়েই চাবি শব্দটা ব্যাবহার করেছেন ।ছোট্ট মাথার সবটুকু মেধা একত্র করে লাইনটার বিকল্প লিখে পেললাম !'ভেঙ্গে মোর ঘরের তালা নিয়ে জ্বালা বাঁচা মোরে '!কেননা গানটা শুনে কবির কষ্টটা বেশ বুঝতে পারছিলাম ।যা হোক গানটা লিখে ভাবলাম উনার কাছে পাঠিয়ে দেওয়া দরকার!কিন্তু ঠিকানা পাবো কোথায় ?বড়দের কাছে যেইনা ঠিকানা চাইলাম ওরা হাসাহাসি করতে লাগলো !কেউকেউ আমাকে বোকা এমনকি পাগল পর্যন্ত বলতে লাগলো!বুঝতে পারছিলামনা আমার বোকামিটা কোথায় ?বললাম ঠিকানা দিতে হবেনা তোমরাইনা হয় পৌঁছে দিও ।ওরা হেসে বললো আরে বোকা ওসব বড় বড় মানুষদের ভাবের কথানিয়ে তোকে মাথা না ঘামালেও চলবে ।প্রচন্ড অভিমানে সেদিন মনে মনে প্রতিগ্গা করেছিলাম কারো ভুল কখন ও ধরবোনা ।কারো কথায় কোন দিন কিছু বলবোনা!কিন্তু এক বন্ধুর কাছে যখন জানতে চাইলাম বাংলাদেশের রাজধানি কোনটারে ?ও কাচুমাচু করে বললো আমি ভাই আদার ব্যাপারি জাহাজের খোঁজ রাখব কি ?আঁতকে উঠে বললামতুই আদার ব্যপারি হলেতো কথাই নেই .আদার দাম কত শুনেছিস ?তোর কাছেতো মঙ্গল গ্রহের খবর ও থাকারকথা !আমার কথায় ও চুপসে গিয়ে বললো শুধু আদা কেন ভাই জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে তাতে কোনদিননা খেয়ে মারা যাই কে জানে!তার উপর আমাদের মন্ত্রী মহদোয়রা নাকি কম করে খেতেবলছেন !একদিন পর পর বাজারে যেতে বলেছেন ।আরেকজনতো বলেছিলেন পিয়াজ না খেলে কি হয়?উনাদের এসব ভাবের কথাবার্তা শুনে সাধারণ মানুষ ভয়াবহ চিন্তায় আছে!কোনদিন জানি ভাবের বশে কইয়া পেলেন ভাত না খাইলে কি হয় ?আসলেইতো খাবারের বিকল্প আলো বাতাস ঘাস খেয়ে দেখতে পারে মানুষ !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।