আমাদের কথা খুঁজে নিন

   

ভাবের দুনিয়া

সাধারণেই আমি অসাধারণ

ইদানিং একটা কমন কথা শোনা যায় যে "অমুকের ভাব বেশী"। ব্যাপারটা আসলেই বিরক্তকর এবং এর কারনে সম্পর্ক নষ্ট হবার মত ঘটনাও ঘটে। ভাব শব্দটাকে অহঙ্কার এর সাথে তুলনা করা যেতে পারে। ভাব জিনিসটা আমাদের সমাজে বিভিন্ন ভাবে দেখা হয়, যেমন, টাকার ভাব, পড়াশুনায় ভাল করার ভাব, অন্যের চেয়ে কোন ব্যাপারে এগিয়ে থাকার ভা্ব ইত্যাদি। একটা কথা পরিস্কার যে শব্দটি বিশেষ ক্ষেত্রে কাউকে হেয় করার জন্য ব্যাবহার করা হয়ে থাকে।

ভাব শব্দটা যে শুধুই অহঙ্কার তা নয় । একজন বন্ধু আরেকজন বন্ধুকে/ প্রিয় মানুষকে নিজের অর্জনটা দেখাতেই পারে। সে কিন্তু সরল মনেই দেখিয়েছে। কিন্তু অনেকে মনে করে সে ভাব নিচ্ছে। এ ধরনের মানুষ কিন্তু কখনোই আপ্নার/আমার ভাল চাইবে না।

তাই সে ওটা ভাব হিসেবে ধরবে। আবার কিছু মানুষ আছে যারা সবসময় নিজেকে মহাজ্ঞানী মনে করে অর্থাৎ সবজান্তা । এদের আছে ভাবের ভান্ডার। তারা কখনো আমাদের যুক্তি মানবে না। নিজে যা বোঝে ওটাই দুনিয়ার সেরা সমাধান।

আমার খুব খারাপ লাগে যে আমাদের মধ্যে আন্তরিকতার অনেক অভাব। লেখাটি সবার ভালো লাগবে না। আর লেখাটি আমার জীবন থেকে নেয়া। সবাইকে ১টা অনুরোধ করব, ভাবের দুনিয়ায় একটু বুঝে ভাব নেন। ভাবের কারনে অন্যকে কষ্ট দেয়া/অবেহেলা করা কিন্তু কোথাও গ্রহনযোগ্য নয়, আল্লাহ'ও তা পছন্দ করেন না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।