আমাদের কথা খুঁজে নিন

   

বিষাদের গল্প বুনি কোন ম্যাগপাইএর চোখে

আমি বাজে ছেলে, আমি লাষ্ট বেঞ্চি, আমি পারবো না ! কোন বিষন্ন রাতের দৈর্ঘ্য মৃত্যুর চেয়েও দীর্ঘ ! শীতার্ত রাত আলো নিভে যায় একে একে সব ফ্ল্যাটে। নিকোটিন শিকড় বুকে মাথার ভিতর মেঘের আত্মীয়তা ছিন্ন করা বৃ্ষ্টির বিলাপ। একাকী চাঁদ টিভির স্ক্রিনে প্রেমিকার আদর প্রেমিককে, একঘেয়ে লাগে। বিরহ নির্জনতার বুক পকেটে থাকে! অস্থির মন অসংখ্য ডাহুক একসাথে ডেকে যায় বিষাদী সুরে। ক্লান্ত চোখ নিরুদ্দেশের পথে যেন হেটে যাওয়া ধুলোর চাদরগায়ে একাকীত্বের কবর সমুদ্রের দিকে ধাবমান আত্মহত্যাপ্রবণ শালিক দম্পত্তি। তোমাকে মনে পড়ছে- বহুল চর্বিত বাক্য লুকিয়ে পাথরের বুকেও! দেখো! আজ রাতে চাঁদ ডুবে গ্যাছে! চাঁদ ডুবে গ্যাছে।সময় বয়ে যায়,রাত গভীর হয়, দীর্ঘশ্বাসের শব্দ ভারী হয়।ধুলো জমা গিটার, কি যে হয় কখন কে জানে? অতি সহজেই ভালোবেসে ফেলা,ছেলেটা কাঁদে। অলৌকিক আকাঙ্ক্ষা! বুকের ভিতর, চোখে, গালে, হাতে বেঁচে থাকে। তোমার জন্য- বিষাদের গল্প বুনি কোন ম্যাগপাইএর চোখে!!  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।