আমাদের কথা খুঁজে নিন

   

বিষাদের রহস্য

আশাবাদী

হাজার বছরের পুরনো কাহিনী! সীমাহীন পথ অতিক্রম করতে হয়েছিল কেবল অন্তর রাজ্যে বৃক্ষরোপনের আশায়। অগনিত রজনী কাটিয়েছি শত ব্যাথা-যন্ত্রণার মাঝে কেবলই অন্তর রাজ্যের ভ্রমনের জন্যে পর্বত কেটে সমতল করাটা দুর্লভ ছিলনা তখন, যখন ছিলাম অনুপ্রেরণায় অদম্য করুনা করার মত ছিল নগন্যজন সবাই ছিলো কালো অন্ধকার রাজ্যের অধিবাসী। প্রতিটি মুহুর্তে নির্যাতিত, অবহেলিত আর লাঞ্চিত হলেও এটাই আলোর মত প্রকাশিত যে সে বাস্তবতা থেকে বের হওয়া সম্ভব ছিল না। তুমি সাধু হলেও মধু এবং বিষ পার্থক্য করার ক্ষমতা তোমার ছিল না। তুমি শুধু তোমার পাওনাটা বুঝে নিবার জন্যেই সর্বদা প্রস্তুত থাকলে। কতই না যাতনা ছিল সেই জগতে বাস আজ পরম প্রাপ্তির দিনে এসে অতীত স্মৃতিচারনে বোধ হয় যন্ত্রনাই মধুর।। (নিয়মিত মাসিক "চিনাইর শিক্ষাবার্তা"য় প্রকাশিত।)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।