আমাদের কথা খুঁজে নিন

   

বিষাদের ভার

বিষাদের ভারে ধকধক বুক,
ওষ্টপুট থরথরে, ধোঁয়া ধোঁয়া চোখ
বিবেক বুদ্ধি হীন, ফোটায়না তাজা ফুল ।
সজীবতা হারিয়ে মন হয় ক্ষুন্ন,
হাহাকার রোধন সুর বাজে অন্তরে
প্রতিনিয়ত আগ্নেয়াস্ত্রের যুদ্ধ হূদয় মাঠে ।

মানুষ আর কতই পারে সইতে
পুঁজি লোভ্য ভালবাসায় কতই পারে রইতে,
মানুষের ভেতর মন আছে, আছে প্রাণ-
ভালবাসা অস্বাদের বিষাদে যখন ধয়
আঘাত পেয়ে পেয়ে মৌলিক চেতনা ক্ষত হয়
বিক্ষত মন-প্রাণবয়ে ধীরে আসে অবসান ।

নিশ্বাসে বিষাদের ভার হূদয়ে জোড়ে দন্ধ
কষ্ট নিয়ে ছোঁয়ে যাওয়া বাতাসের গন্ধ ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।