আমাদের কথা খুঁজে নিন

   

বিষাদের গান



মোরা-দুর্বার বেগে দুর্গম পথে দস্যুর দলে আঘাত হানিব । মোরা-শৃঙ্খল ভেঙ্গে শৃঙ্খল পুড়ে শৃঙ্খল দিয়ে দুর্গ গড়িব। মোরা-অগ্নি জ্বালিয়ে অগ্নোৎপাতে ভগ্ন করিব ভালুকের দল। মোরা-মুক্ত করিব দু:খ লালিত অশ্রু পালিত যাযাবর দল। যারা-মুক্তির নেশায় ভুবন ঘুরিয়া শ্রবন করেছে বিষাদের কল। মোরা-যুদ্ধ করিব মুক্ত করিব ভুবন ঘুরুয়া বেহুশের দল। মোরা-কাটার আঘাতে রক্ত ঢালিব বিষ ঢালিব তাহাদের প্রান। যারা-যুগযুগ ধরে বাংলার ঘরে গাথিয়া দিয়াছে বিষাদের গান।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।