আমাদের কথা খুঁজে নিন

   

হাওয়া মে উড়তা যায়ে, দাদাদের সাদা ধুতি ঝলমল....ও হো জ্বী.....[একটি হোয়াইট-ওয়াশমূলক প্যারোডি]

ডাকে পাখি, খোলো আঁখি। দেখো সোনালী আকাশ, বহে ভোরেরো বাতাস। হাওয়া মে উড়তা যায়ে, দাদাদের সাদা ধুতি ঝলমল, ওরে দাদাদের সাদা ধুতি ঝলমল, ও হো জ্বী, ও জ্বী। এধার ওধার বিছরায়ে, দাদাদের সাদা ধুতি ঝলমল, আজি দাদাদের সাদা ধুতি ঝলমল, ও হো জ্বী, ও জ্বী। ও সাঁই সাঁই সাঁই সাঁই পেস বল আসে, হায় উইকেট ডগমগ দোলে, উইকেট ডগমগ দোলে।

ফড় ফড় ফড় ফড় ছিঁড়ে ট্রাউজার ওরা, ধুতি এবার খোলে। হায় ধুতি এবার খোলে। হাওয়া মে উড়তা যায়ে.... ঝর ঝর ঝর ঝর হিসু করে দেয়, ল্যাংটা ল্যাংটা আমদানি, ল্যাংটা ল্যাংটা আমদানি। দর্শক বলে উল্লুক উল্লুক, ক্রিকেট নামের গুলতানি। হায় ক্রিকেট নামের গুলতানি।

হাওয়া মে উড়তা যায়ে, দাদাদের সাদা ধুতি ঝলমল, ওরে দাদাদের সাদা ধুতি ঝলমল, ও হো জ্বী, ও জ্বী। এধার উধার বিছরায়ে, দাদাদের সাদা ধুতি ঝলমল, আজি দাদাদের সাদা ধুতি ঝলমল। ও হো জ্বী, ও জ্বী। পুনশ্চ: অনেকদিন আগে কোন এক টেলিভিশন প্রোগ্রামে এই গানটা বাজতে দেখেছিলাম, সেখান থেকে গানের স্রেফ প্রথম লাইনটা মনে ছিলো আমার। আমি হিন্দি মুভি দেখিও না এবং সামান্যতম পছন্দও করি না।

কিন্তু আজ হঠাৎ করে গানের কথা নিয়ে আইডিয়াটা মাথায় আসাতে নেট সার্চ করে থেকে গানটার কথা পুরোটুকু জেনে নিলাম এবং প্যারোডিটাও রচনা করলাম। গানের প্রকৃত কথা: (নেট থেকে প্রাপ্ত) Hawa Mein Udta Jaye Mora Laal Dupatta Malmal Ka Mora Laal Dupatta Malmal Ka Ho Ji, Ho Ji Idhar Udhar Lehraye Mora Laal Dupatta Malmal Ka Mora Laal Dupatta Malmal Ka Ho Ji, Ho Ji Hawa Mein Udta Jaye Mora Laal Dupatta Malmal Ka Mora Laal Dupatta Malmal Ka Ho Ji, Ho Ji (Ho Shar Shar Shar Shar Hawa Chale Hay Jiyara Dagmag Dole, Jiyara Dagmag Dole) -2 Phar Phar Phar Phar Ude Chunariya Ghoonghat Mora Khole -2 Hay Ghoonghat Mora Khole Hawa Mein Udta Jaye... (Ho Jhar Jhar Jhar Jhar Jharna Behta Thanda Thanda Paani, Thanda Thanda Paani) -2 Ghunghroo Baaje Thunak Thunak Chaal Hui Mastani -2 Hay Chaal Hui Mastani Hawa Mein Udta Jaye... ইউটিউব থেকে প্রাপ্ত গানটার একটা ভিডিও:  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.