আমাদের কথা খুঁজে নিন

   

গণজাগরন মঞ্চ-সরকার মুখোমুখি

মহেফাজতকে রুখতে শুক্রবার বিকাল থেকে গণজাগরণ মঞ্চের অবেরাধ সরকারের নীতি নির্ধারক খেপেছে গণজাগরণ মঞ্চের শূখপাত্র ইমরান সরকারের ওপর। তারা চাইছে গণজাগরণ মঞ্চ বন্ধ হোক। আর ইমরান বলছে- কারো (সরকারের) নির্দেশে বন্ধ হবে না। দাবি আদায় না হলে ঢাকা অবরোধসহ কঠোর কমৃসূচি দেওয়া হবে। এই বিপরীতমূখি অবস্থানের কারণ খুজছেন অনেকে। যেখানে সরকারের পাহারায় আন্দেলন হকতা। আজ সেখানে ই অবস্থা কেন?? উত্তর কী......... অনকেে বলছেন হেফাজতকে সামলাতে ব্লগারদের আটকসহ সরকারের এই অবস্থান। তবে এতটুকু বুঝি- তরুণ প্রজন্মকে নিজের অবস্থানে থাকা থাকা উচিৎ ছিল। (ইমরানরা শুরুতে যেমন ছিলেন পরে তাদের অবস্তান থেকে সরে দাড়িয়েছেছিল-অনেকের ভাষায় বিক্রি হয়ে গিয়েছে) আর সেখানে নেই বলেই আজ এই অবস্থা। আবার তরুণ প্রজন্মের (াাসল তরুণ প্রজন্ম যারা কিনা নেতৃত্বে সেই) চেতনা নিয়ে রাজনীতি করা ঠিক নয়... করলে সেই রাজনীতির খেলায় হারতে পারেন যেকোনও দলই....

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.