আমাদের কথা খুঁজে নিন

   

গণজাগরন : যত প্রশ্ন তত উত্তর

পারবে আমায় বলতে কোথায় ঐ দূর আকাশের শেষ কিংবা আমায় এনে দিতে নতুন সোনার বাংলাদেশ যে কমন প্রশ্নগুলো অনেকে করছেন তা হল : ১> রাজাকারের ফাসিঁ হবে কিন্তু বিশ্বজিৎ ,শেয়ার বাজার,পদ্মাসেতুর কি হবে ? ২>আওয়ামীলীগের যুদ্ধাপরাধী আছে এটা প্রমানিত,তাদের কি হবে ? ৩>জামায়াত নিষিদ্ধের পাশাপাশি ধর্ম ভিত্তিক রাজনীতির নিষিদ্ধের কথা উঠছে কেন ? >ব্যাখ্যা গুলো দেয়ার চেষ্টা করছি । জন্ম নিশ্চয় বুঝেন । কোন সন্তানের জন্মের সময় বিকালঙ্গতা হলে আজীবন সেটা রয়ে যায় যতক্ষন না সার্জারী করে। আর জীবদ্দশায় অসুস্হ বার বার হলেও চিকিৎসা থাকেই । বাংলাদেশের জন্মের সময়কার বিকলঙ্গতা হল যুদ্ধাপরাধীরা ।

তাই সমূলে উৎপাটন করার মাধ্যমে সে বিকলঙ্গতা দূর করে ভুমি পবিত্র করার চেষ্টায় জাগরন চলছে । বিশ্বজিৎ ,শেয়ার বাজার,পদ্মাসেতু সহ হাজারো দুর্নীতি বাংলাদেশে হয়,হচ্ছে । প্রত্যেকটার জন্য কিছু অন্ধ দল ভক্ত ছাড়া আমরা সবাই সোচ্চার । তবে যুদ্ধাপরাধীর বিচারের সাথে অন্য অপরাধের সমতুল্যতা বা সম্পর্ক নেই । সীমান্তে হত্যার মত এইটা জাতীয় ইস্যু ।

>এইটাও সত্যি যে আওয়ামীলীগ সহ অন্যান্য সকল দলের ছত্রছায়ায় অনেক রাজাকার আছে । ১৯৭৩ সালে ট্রাইব্রুনালে প্রায় 11000+ অপরাধী ছিল । মাত্র বিচার শুধু হল তাই শীর্ষস্হানীয় যারা ছিলেন তাদের ফাসিঁ দিয়ে বাকিদের ক্রমে ক্রমে বিচারের দাবি আমরা করে যাচ্ছি । এই জাগরন এমন একটি মেসেজ দিচ্ছে যে পরবর্তীতে কেউ যুদ্ধাপরাধীদের প্রশ্রয় দিলে বা ক্ষমতা লোভে আতাঁত করতে চাইলে তাদেরও ছাড় নেই । >ইসলাম এবং জামায়াত কখনো প্রতিশব্দ নয় ।

সুতারাং জামায়াতকে নিষিদ্ধের দাবি ইসলামের রাজনীতি নিষিদ্ধকরন নয় । বিষয়টার ব্যাখ্যা এভাবেও দেয়া যায়, মানুষ অনুসরন করে দর্শনকে কেন্দ্র করে । তাই কেউ যুদ্ধে বলিষ্ঠ নেতৃত্বকে আর কেউ যুদ্ধাকে অনুসরন করে । আর জামায়াতীদের দর্শন হলো স্বদেশবিরোধীতা । তাই যুদ্ধাপরাধীর ফাসিঁর পাশাপাশি এই দর্শনে কোন দল থাকলে সেটাও বর্জন ও নিষিদ্ধ করা হোক ।

তাই ধর্মভিত্তিক রাজনীতির প্রসঙগটা ভিন্ন জিনিস । এছাড়া এই আন্দোলন তখনই সম্পূর্ণ সফল হবে যখন আন্দোলনের শেষ মুহুর্ত পর্যন্ত এটি নির্দলীয় থাকবে । রুগ্ন রাজনীতির প্রবেশ এই আন্দোলনকে জাহানারা ইমামের অসমাপ্ত আন্দোলনে রুপ দিতে পারে । যে একটা দাবি নিয়ে এই জাগরনের সৃষ্টি হয়েছে এইটা কেবল যুদ্ধ ঘাতকদের সমূলে বাংলা থেকে উৎপাটনের জন্য অন্য কোন কারণে নয় । ধর্ম যার যার,মুক্তিযুদ্ধ সবার ।

রাজনীতি যার যার , জয় বাংলা সবার । চলুন ইতিহাস গড়ি ,দেশ রাজাকার মুক্ত করি । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.