আমাদের কথা খুঁজে নিন

   

মেয়েরা এই রকম চায় বলেই কি (সত্য কাহিনী অবলম্বনে)?????????.........১৫+

ছেেলটির সাথে মেয়েটির অনেক দিনের সম্পর্ক ছিল। সম্পর্কটি আরও দীর্ঘায়িত করার জন্য ছেলেটি যখন মেয়েটির কাছে জানতে চাইত তার ফ্যামিলি থেকে কি রকম ছেলে পছন্দ করবে মেয়ের জন্য ,সবসময়ই মেয়েটি বলতো তার পছন্দই নাকি তার ফ্যামিলির পছন্দ। এমন একটা সময় আসলো যে ছেলে মেয়ের বিয়ের প্রসঙ্গে ,তখন ছেলেটির দায়িত্ব আসলো মেয়ের ফ্যামিলিতে জানােনার কথা। সেই সময় যখন মেয়েটির কাছে জানতে চাওয়া হল তার পছন্দের কথা তখন মেয়েটি বলে তার ফ্যামিলির সদস্যদের কি রকম ছেলে পছন্দ ??????? মেয়ের বাবার চাওয়া :- ছেলের ঢাকায় একটা বাড়ী থাকতে হবে এবং সেটি পাঁচ তলা হলে সবচেয়ে ভাল। ছেলেকে অবশ্যই বাংলাদেশে থাকতে হবে কারন ওনার ধারনা যে সব েছলে বাইরে থাকে তারা দেশে এসে বিয়ে করে বউকে দেশে রেখে গেলে সেই সব মেয়েদের নাকি সবসময় মুড অফ থাকে।

মেয়ের মা’র চাওয়া :- ছেলে সুন্দর হলেই চলবে। মেয়ের দুলাভাই’র চাওয়া (ইনি হচ্ছেন একজন উচ্চমাত্রার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং উনি সবসময়ই চান তার কর্তিতও বজায় রাখতে) :-তার ভাষ্য মতে তার শালি নাকি এক্সট্রা অরডিনা্রি। ছেলেকে অবশ্যই অনার্স পাশ করতে হবে যদিও মেয়ের সমপর্যায় হয়ে যায়। তাই মাস্টার্স হলে ভাল হয় কিন্তু কম্পিউটার সায়েন্স থেকে হলে চলবেনা কারন ওনার মতে কম্পিউটার সায়েেন্স যারা মাস্টার্স করে সেটা যদি বাইরের যে কোন দেশ থেকেই করা হক না কেন সবটাই নাকি বৃথা। মেয়ের ছোট বোনের চাওয়া:- তার দুলাভাইর অবশ্যই গাড়ি থাকতে হবে এবং মাঝেমাঝে তাকে বসন্ধুরা সিটির মত মার্কেটে নিয়ে মার্কেটিং করে দিতে হবে।

আমার মনে হয় একটা মেয়ের জন্য এর চেয়ে আর কি উপযুক্ত পাত্র হতে পারে আমি বলতে পারবোনা। যাই হক কিছুদিন পরে মেয়েটির বিয়ে হয়ে যায় ফ্যামিলির পছন্দ করা একটি ছেলের সাথে। বুঝতেই পারছেন যে ছেলের সাথে সম্পর্ক ছিল তার সাথে বিয়ে হয়নাই। ফ্যামিলির ইচ্ছাতে যেহেতু বিয়ে হয়েছিল ,তাই সবার ইচ্ছা পূরণ হওয়াটাই স্বাভাবিক। আগে জানতাম মানুষের সব ইচ্ছা পূরণ হয়না কিন্তু এইেক্ষত্রে এইরকম হবে বুঝতে পারিনাই।

মেয়ের বাবার পাওয়া :-ছেলে ঢাকায় ঠিকিই থাকে কিন্তু ভাড়া বাসায় থাকে । ছেলেটি নয় বছর ধরে বাহিরে থাকে এবং বিয়ে করার এক মাস পরে বাহিরে চলে আসে , দুই বছর ধরে এখনও আছে বাহিরে কিন্তু মেয়েটি এখনও বাংলাদেশে থাকে। মেয়েটির মুড যে কোন পর্যায় আছে এখনও কে জানে??????? মেয়ের মা’র পাওয়া :- যদিও আমি ছেলেটির ছবি দেখেছিলাম তবুও আমার ব্যাক্তিগত কমেন্ট আমার ভিতরেই রাখলাম। সবার ভাষ্য মতে ছেলেটি খুবিই কালো এবং বয়স হবে চল্লিশ র মত যা কিনা মেয়ের বয়সের তুলনায় প্রায় দিগুণ। আমার এক ফ্রেন্ড প্রায়ই বলে যৌবন বয়সের এক ফোড় নাকি পরের বয়সের দশ েফাড়ের সমান।

মেয়ের দুলাভাই’র পাওয়া:-ছেলেটি ইন্টারমিডিেয়ট পাশ। বাকিটা আপানারাই বুঝে নিন। মেয়ের ছোট বোনের পাওয়া:-ছেলেটির কোন গাড়ি নাই এই টা জানি কিন্তু বসন্ধুরায় মার্কেটিং করাইতে নিয়ে যাবে কিনা তা জানিনা। সবাই সব কিছু চাওয়া এবং পাওয়াতে কে কি রকম খুশি তা আমি জানিনা কিন্তু এতটুকু বুঝতে পারি মেয়ের দুলাভাই যে খুশি এবং সেটা কেন?? তার সম্পরকে দেয়া আমার কমেন্ট পড়লেই বুঝতে পারবেন আশা করি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.