আমাদের কথা খুঁজে নিন

   

"মেয়েরা যেমন হয়" (১৮+ ভাবলে ১৮+)



[এস.এস.সি পাশ করার পর লেখাটা লিখেছিলাম। আজ পুরোনো একটা ডায়েরীতে পেয়ে মনে হল ব্লগে সবার সাথে শেয়ার করি। কেউ কষ্ট পেলে দুঃখিত। ] ছুটিতে অনেক বই পড়লাম, মনে হয়েছিল সব বই থেকে সুন্দর সুন্দর কোটেশন গুলো এক জায়গায় লিখে রাখব কিন্তু এই কাজে সময় নষ্ট করতে ইচ্ছেও করছিল না। আজ হঠাৎ খুব ইচ্ছে করছে।

বাইরে ফোঁটা ফোঁটা বৃষ্টি হচ্ছে, মনটা বিষন্ন। বৃষ্টির অবশ্যই ভাল লাগার ব্যাপার স্যাপার আছে মনে হ্য় কারন এ সময় সবার মন কেমন উদাস দেখি। কেউ কেউ তো উদাসীনতায় গান গায়, কবিতা লেখে, প্রিয় কাউকে ভাবে ইত্যাদি ইত্যাদি। আমি কোন লেখক না যে সাহিত্য রচনা করব তাই একটা বই থেকে কিছু কোটেশন লিখে রাখছি যেন দরকারে বা অ-দরকারে পাই। বইটার নাম "মেয়েরা যেমন হয়"।

লেখক বইয়ের শুরুতেই স্বীকার করে নেন যে মেয়েরা কেমন হয় তা হ্য়তবা স্বয়ং ঈশ্বরও জানে না। জানি না বাক্যটি সত্য না মিথ্যা। সমরেশ সাহেব বইটিতে তার জীবনের সকল মেয়ের কথা এখানে তুলে ধরেছেন যেমন- তার কলেজ জীবনের পরিচিত মেয়ে, তার স্কুল জীবনের পরিচিত মেয়ে, তার কর্ম জীবনের পরিচিত মেয়ে আর এর ফাঁকেই তিনি মেয়েদের চরিত্র বিশ্লষন করেন। সেই বইয়ের কিছু লাইন এখানে তুলে ধরব। "আমি বিশ্বাস করি না অপরিচিত কোন পুরুষকে মেয়েরা বিয়ের দিন থেকে ভালবাসতে পারে।

যেহেতু স্বামী, তাই ভালবাসতেই হবে এমন বোধ বাঙালী মেয়েদের মাঝে ঢোকানো হয়ে থাকে কিন্তু সেটা স্বাভাবিক নয়। হয়ত একসাথে থাকতে থকতে একসময় ভালবাসা তৈরী হয় কারো কারো ক্ষেত্রে, কিন্তু বেশীরভাগই পরস্পরকে মেনে নিয়ে জীবন যাপন করেন। সেক্ষেত্রে নারীর প্রথম ভালবাসা অবশ্যই তার সন্তান। অনেক সুখ, অনেক উদ্বেল এবং প্রচন্ড যন্ত্রনা দিয়ে যে মানুষটিকে নারী পৃথিবীতে নিয়ে এল তার বদলে সে পেল ভালবাসার স্বাদ। আবার স্বমীর যৌন আচরনে বাধ্য হয়ে মেনে নিতে হয়েছে যে নারীকে সে কিছুতেই সন্তানকে নিজের বলে ভাবতে পারে না।

ভালবাসার জন্মের পেছনে সুস্থতা দরকার। " "একবার কাউকে ভালবাসলে আজীবন তাকে ভালবাসতেই হবে? মনে ভালবাসা না এলেও। ধরো গোলার যখন ফুটেছে তখন তোমার খুব ভাল লাগল। সেই গোলাপের সব পাঁপড়ি যখন একে একে খঁসে পরবে তখনও কি সেই ভাল লাগাকে আকড়ে রাখতে পারবে। " "পুরুষ মানুষ ভালবাসার বাড়াবাড়ি পছন্দ করে না।

যে সব মেয়ে পজেসিভ তাদের কাছে পুরুষরা বোধ হয় হাপিয়ে পরে। ভালবাসার সীমারেখা রাখলে তারা খুশী হ্য়। " "প্রেম বলুন, ভালবাসা বলুন একতরফা হলে তা ভোঁতা হয়ে যায়। " "মেয়েরা যেমন হয় তা জানার পর বিষ্ময়ও থৈ পায় না" "মেয়েরা যতদিন না কারো প্রেমে পরে ততদিন তাদের মাঝে অদ্ভুদ সরল্য থাকে। তথাকথিত প্রেম মেয়েদের সংকীর্ন করে দেয়, লুকাতে শেখায়, ঈর্ষা বাড়িয়ে দেয়।

" আরো সুন্দর লাইন আছে কিন্তু লিখতে ইচ্ছে করছে না। কেন যেন? অদ্ভুত এই "সাধারন" কারনটা আমি জানি না? আর মেয়েরা "অসাধারন" জটিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.