আমাদের কথা খুঁজে নিন

   

মেয়েরা কেন এমন হয় ?

জানিনা কোথায় এর শেষ কি .? শিরোনাম দেখে কি চমকে গেলেন ? হা . একটু চমকানোর তো কথা...আসলে আমি-ও নিজে-ই চমকের মধ্যে আছি ...জীবনে যে কত চমক দেখলাম,তৃতীয় বিশ্বের দেশ থেকে হঠাথ করে first world country তে আশা আরো কত কি সেটা গুনে শেষ করা যাবেনা কিন্তু এগুলার মধ্যে সবথেকে বড় চমক হলো মেয়ে অথবা নারীজাতি ... আপনি কি আমার সাথে একমত ? ভিন্ন মত হলেও আমার কিছু করার নাই ... কারণ আগে বন্ধু বান্ধব এর কাছ থেকে শুনতাম আর এখন নিজে এই চমকের মধ্যে গোলক ধাধায় ঘুরপাক খাচ্ছি ..হাঁ .আজকে যেটা আপনাদের সাথে share করব সেটা কোনো বানানো গল্প নয়,আমার নিজের জীবনের সত্যি ঘটনা .. Facebook এ recently কম বেশি সব page গুলোতে মেয়েদের নিয়ে বিভিন্ন কটুক্তি কিংবা বাজে মন্তব্য করা হয় ..বিশেষ করে fun page অথবা adult page নামে যে page গুলো আছে সেগুলোতে বেশি ....এগুলো ইদানিং খুব বেশি ..তাই ইচ্ছা ছিল এগুলো নিয়ে কিছু লেখার কিন্তু যখন ঘটনাটি ঘটল আমার সাথে তখন থেকে আস্তে আস্তে মাথা থেকে সেই ভুত-ও চলে গেল..সে থেকে মনে হয় যে-মেয়েরা আসলে-ই এইগুলার প্রাপ্প ..নতুবা পোলাপান কেন আজাইরা না খেয়ে না দেয়ে fb তে এইধরনের কমেন্ট আর স্টাটাস দিবে .? আরে বাবা অস্থির হইসেন কেন ..বলতেছি তো ঘটনাটা কি ..পড়তে থাকেন তাইলে-ই পেয়ে যাবেন ঘটনাটা কি ... ফেসবুক ই মেয়েটার (নামটা খুঁজে বের করেন) সাথে পরিচয় ..১৪ নভেন্বর ২০১১ তে আমার ফ্রেন্ড লিস্ট এ যোগ হয়েছে ..হঠাত করে দেখি আমার wall এ লেখা " ভালো কিন্তু আমি তোমার নাম পড়তে পারছিনা " কারণ ফেসবুক এ আমার বাংলায় দেয়া .. যাই হোক এটা দেখার পর তো আমি-ও একটু এগিয়ে গেলাম.. জানতে পারলাম মেয়েটা ঢাকা মেডিকেল কলেজ এ পড়ে... কপাল বলা যায় ভালো (সেটাতো দেখতে-ই পাচ্ছি) আমাদের সাথে একই বছরে পাস করেছে ..বাড়ি বগুড়াতে ..ওরা তিন ভাই বোন..সে হলো মেঝো .. বড় বনের বিয়ে হয়ে গেছে আর ছোট একটা ভাই আছে.. আমি জানালাম তাকে যে, আমি প্রবাসে পড়াশুনা করি সম্পূন একা একা থাকি ..সে-ও আমাকে বলল,সে-ও একা একা হল এ থাকে ..so দুইজনের ফীলিংস অনেকটা একই রকমের ..নিজেরা আমাদের ফামিলি অনেক বেশি মিস করি ..এইভাবে আস্তে আস্তে আরো অনেক কাছে আসি আমরা...পরিচিত হবার পর মেয়েটাকে বললাম তুমি কি আমার ভালো একটা friend হবা ? কারণ ছোট বেলা থেকে অনেকটা একা একা বড় হয়েছি আর প্রবাসে আসার পর আরো একা একা হয়ে গেছি ..introverted হবার কারণে তেমন কোনো বন্ধু-বান্ধব ছিল না আর সবার সাথে খুব-একটা মিশতাম না ... বন্ধু ছিল একজন-ই(ছেলে) ছিল সে-ও প্রতারণা করে আমার সাথে দীর্ঘ ১৩ বছর পর ..যাই হোক মেয়েটা-ও রাজি হলো...সায় দিয়ে বলল যে, সে আমার ভালো একটা বন্ধু হবে কখনো দুরে ঠেলে দিবে না ... ধীরে ধীরে chat এর পরিধি বাড়তে থাকলো ..একদিন হঠাত করে বায়না ধরে আমার সাথে কথা বলবে...ভালো কথা-আমার সাথে কথা বলতে চায় কিন্তু তার বায়না হলো এখন-ই মানে, এখন-ই........ কি করব সেই রাতের বেলা গেলাম তার জন্য ফোন কার্ড কিনতে ..বাইরে প্রচন্ড ঠান্ডা কমপক্ষে -১০C ..সারাদিন বরফ পড়েছে আর st.john's এর ঠান্ডা ভয়াবহ ঠান্ডা...কিন্তু তার জেদ এর জন্য তারপর বের হলাম তার জন্য কার্ড কিনতে .. আমাদের এইখানে মানুষ জন কম বলে দোকান-পাট অনেক দুরে দুরে ..তার পরও একটা দোকানে গিয়ে কার্ড কিনতে গিয়ে দেখলাম কার্ড নেই কি করব শেষ-মেষ কোনো রকমে কার্ড manage করে দিলাম তাকে ফোন ..প্রথম কথা বলা.. { স্কুল-কলেজ এ পরার সময় কখনো কোনো মেয়ের সাথে প্রেম করি নাই ..যখন প্রথম ক্লাস টেন এ পড়ি তখন টেস্ট পরীক্ষার আগে অমি sir এর বাসায় প্রথম মেয়েদের সাথে একসাথে ক্লাস করি ..সেদিন মা বলেছিল, যা করিস বাবা একটা কথা মাথায় রাখিস মেয়েরা হলো মায়ের জাত তাদেরকে সম্মান করবে .মায়ের সেই কথা মাথায় রেখে কখনো কিছু করি নাই..কখনো কোনো মেয়েকে অসম্মান করি নি ..যত টুকু পেরেছি,পারলে সাহায্য করেছি কারোর ক্ষতি করি নি যার খেসারত দিতে হয়েছে আমাকে অনেক তবু-ও ..কলেজ এ অনেক মেয়ে প্রপোজ করেছিল কিন্তু তেমন seriously মাথায় নেইনি .. } প্রথম কথা বলে মেয়েটাকে বেশ ভালো মন হলো ...মেয়েটার প্রতি ভালবাসা বাড়তে থাকলো প্রতিদিন সকাল বেলায় আমি এই st.John's বসে তার ঘুম ভাঙ্গাতাম যখন কিনা আমার এইখানে অনেক রাত (বাংলাদেশ থেকে আমাদের এইখানের সময়ের পার্থক্য প্রায় ১৫:৩০ ঘন্টা) ..প্রতিদিন সকাল বেলায় তার ঘুম থেকে উঠার পর নাস্তা করার জন্য বেশি উত্পাত করা লাগত কারণ সে সকালে খেতে একেবার-ই নারাজ ..তবু-ও বলে কয়ে যা খাওয়াতে পেরেছি...আদৌ খেয়েছে কিনা জানিনা ... সারা রাত জেগে থাকতাম তার জন্য যে দুপুরে কি খেল মেয়েটা ..কারণ ওর acidity সহ আরো অনেক সমস্যা আছে.. আবার রাতের বেলায় ফোন করতাম ও ঠিক মত পড়ছে কিনা ..বলা বাহুল্য ও আমার থেকে অনেক ভালো student তারপরও আমি আমার পড়াশুনা আর কাজের ফাকে ফাকে ওর সর্বোচ্চ খোজ খবর নিয়েছি...ঠিক মত না ঘুমানোর জন্য অনেক মাথা বেথা করত কিন্তু তারপরও নিজের কথা ভাবি নি কখনো ..সব সময় ওর কথা চিন্তা করতাম.. একদিন আমাকে ও বলল তুমি কি আমাকে বিয়ে করবে..? ও আমাকে আবার আমি-ও কখনো ওকে সামনা সামনি দেখি নাই ..অন্ধভাবে-ই বললাম, হা করব..২০১২ সালের ১২ ডিসেম্বর ওকে বিয়ে করব .. স্বপ্নের মধ্যে ঘুরে বেড়াতে থাকতাম আমি.. কারণ আমার-ও ইচ্ছা ছিল যে একটা মেয়েকে-ই পছন্দ করব আর তাকে-ই বিয়ে করব ..আজ আছি কাল নাই এইধরনের ভালবাসা আমি বিশ্বাস করি না ..সবসময় একটা কথা বলত আমাকে- "এখন থেকে তুমি শুধু একা না তোমার সাথে আমি-ও আছি ..কখনো কিছু চিন্তা করলে একার করবে না দুইজনেরটা হিসাব করবে "....আপনাদেরকে বলে বুঝতে পারব না ওর কথা গুলো আমার ঠিক এখনো কানের কাছে ভাসতেছে ... নিজের চোখে দেখি নাই তাই বলে আমার cousin কে পাঠালাম ওর সাথে দেখা করতে ..আমার cousin বলল ভাইয়া মেয়ে অনেক ভালো সব কিছু ক্লিয়ারলি বলে..কোনো ধরনের লুকোছাপ নাই আর অশালীন নয় .. আমার cousin এর এই ইয়েস কার্ড এর পর থেকে আমার ইচ্ছা আগ্রহ আরো বেড়ে গেল..ওকে-ই বানাবো আমার জীবন সাথী .. যদি-ও ওদের থেকে আমাদের ফামিলি স্টাটাস অনেক ভালো ..বাবা মেনে নাও নিতে পারে তবু-ও সামনে এগিয়ে গেলাম .. প্রতিদিন আমাকে ও দুইবার করে শুধু message করত কখনো কোনদিন একটিবারের জন্য ফোন করেনি ..তবু-ও কিছু মন করিনি . হঠাথ করে দেখি ও বেশ কয়েক দিন থেকে আমাকে কোনো message করে না আবার আমার কোনো reply দেয় না ....আমি ফোন করলে বলে যে ওর এখন পরীক্ষা চলতেছে তাই সময় পায়নি answer দেবার ..আমি-ও কিছু মনে করি নাই ..আস্তে আস্তে দেখি সে আমার প্রতি উদাসীন হতে থাকে ..কোনো ধরনের reply তো দেয় -ই না আবার আমি call করলে কোনো রকমে কথা বলে রেখে দেয় ..আমি কখনো এর এত কিছু নিয়ে মাথা ঘামায় নাই .. লাল নিল স্বপ্নের দুনিয়ায় আছি আমি তখন..কিন্তু এর ঘোর কাটতে বেশি সময় লাগে না.. তারিখ টা ইচ্ছা করে-ই মনে রাখি নি ...সেদিন আমার মন কোনো কারণে অনেক খারাপ ছিল ..কার্ড কিনে ফোন দিলাম তাকে.. কিছুক্ষণ ইনিয়ে বিনিয়ে কথা বলার পর বলল " দেখো সৈকত এর আমি ছোট বেলা থেকে একসাথে বড় হয়েছি ওর সাথে আমার অনেক আগের থেকে ভালো সম্পর্ক..ও আমার অনেক ভালো ফ্রেন্ড ..গতকাল রাতে ও আমাকে প্রপোজ করেছে আর আমি-ও ওকে না বলতে পারি নাই এছাড়া আমি-ও চাচ্ছিলাম ও যেন আবার আমার কাছে back করে " কথা গুলা শুনে কিছুক্ষণ কোনো কথা বলতে পারি নাই ..জীবনে প্রথম ভালবাসতে গিয়ে এত বড় প্রতারণার সম্মুক্ষীন হতে হলো আমি সেটা ভাবতে পারি নাই .. ওকে জিজ্ঞাসা করলাম তুমি কি প্রায় ওর সাথে কথা বল তা কিনা..ও তখন আমাকে উত্তরে বলল যে ,হা ওর সাথে প্রায়-ই রাতে আমার কথা হইতো...তখন আমি ওকে বললাম দেখো আমি তোমার সাথে relation করার আগে-ই বলছিলাম যে তোমার যদি এই ধরনের কেউ থাকে বা তোমার যদি পুরাতন relation থেকে থাকে আর তুমি যদি back করতে চাও তার কাছে তবে আমাদের মাঝে friendship থাকাটাই ভালো... কিন্তু তুমি বললা তোমার সেধরনের কেউ নাই তাইলে তুমি আমার সাথে এত বড় প্রতারণা করলা কেন ? উত্তরে সে আমাকে কি বলল জানেন ? বলল- দেখো আমি তো ইচ্ছা করলে তোমার সাথে relation রাখতে পারতাম আবার সৈকতের সাথে-ও রাখতে পারতাম কিন্তু আমি তো তোমাকে সব কিছু-ই বলে দিলাম আগের থেকে তাইনা.....কথা গুলো শুনার পর খালি দুইটা কথা-ই বললাম - তুমি যেদিন সৈকত এর কাছ থেকে ঠিক এমন বেবহার পাবা সেদিন আমার কথা তোমার ঠিক-ই মনে পড়বে...তুমি কি পারবা আমি যে এত কষ্ট করে ঠান্ডার মধ্যে তোমার জন্য কার্ড কিনে call করতাম সেই কষ্ট গুলা ফেরত দিতে ..উত্তরে খালি ও এইটুকু-ই বলেছিল -আমাকে বদ-দয়া দিওনা আর তুমি আমার থেকে অনেক ভালো মেয়ে পাবা .. কথা গুলো শুনে আর কিছু-ই বলতে পারি নাই .. "ভালো থেকো" বলে ফোন কেটে দিয়েছিলাম ... তখন মনে পড়ছিলো আমার ১৩ বছর আগের সেই বেইমান বন্ধুর কথা " দোস্ত দুনিয়াতে ভালো মানুষের কোনো দাম নাই " আসলে-ই সত্যি কথা বলেছিল নাবিল ..আর মনে পড়ছিলো আমার মায়ের কথা... আসলে-ই কি মেয়েরা সম্মান পাবার যোগ্য না..? একটা কথা মনে রেখো তিশা/তিশার তোমরা ভালবাসতে জাননা, তোমরা কেবল এক ফুল থেকে আরেক ফুল এ যাবে ঠিক-ই মধুর সন্ধানে কিন্তু মধু নয় বিষ নিয়ে ফিরে আসবে .. আমার সাথে ভালবাসার ছলনা করার জন্য তোমাকে হয়ত মাফ করলে-ও করতে পারি কিন্তু তোমার জন্য আমি যে কষ্টগুলো করেছি সেগুলো যদি আমি মাফ করে দেই তবে আমি নিজে-ই নিজের কাছে অপরাধী হয়ে যাব ...ভালো থেকো ... আমি অপেক্ষায় আছি শুধু সেই দিনটির জন্য ভালো লাগলে আপনার মনের এইধরনের চাপা কথাগুলো share করতে ভুলবেন না - http://www.facebook.com/MonerKothaBD

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.