আমাদের কথা খুঁজে নিন

   

অলসতা এবং আমি

আলসেমিটা যেন কুঁড়ে কুঁড়ে খাচ্ছে! এবার একটু ক্ষমা কর্ মোরে,সময় চলে যাচ্ছে! বাঙ্গালি বলে কী ভুষণ তোকে হতেই হবে? সময়,কাল,পাত্র কিছুই কি তোর বোঝার ক্ষমতা নেই? আরে,এবার তো জেগে ওঠার ক্ষণ। কিছুটা দিন দূরে থাকনা বাছাধন। বাসা বাধার অনেক সুযোগ পাবি ছেড়ে দে উম্মুক্ত হয়,এবার নে আড়ি। যে যাই বলুক তুই যে মোর ভীষণ প্রিয় কিন্তু অবশ্য নিষিদ্ধ, তুই যে ধ্বংস জাতীয়! যদি একবার তোকে তাড়াতে পারি- তবে ফিরাবো না এই কালে,যেমন প্রিয়জন হারানো বেদনা ভুলি একসময়! যা ছিন্ন হোক বাঁধন,জানালাম তব বিদায়।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।