আমাদের কথা খুঁজে নিন

   

আলস্য / অলসতা

হেথা হতে যাও পুরাতনহেথা নতুন খেলা আরম্ভ হয়েছে। অলস মুহুর্তগুলো চন্ঞল হয়ে উঠেছে আলস্যে দিন কাটাবে বলে। জীবনের যে প্রান্ত রঙীণ সেই প্রান্তে ঘন জমাট বেধে আছে আলস্য। রঙহীন কর্মব্যস্ত জীবন কতটুকু সুখ উপলব্ধি করতে পারে। সুখের কথা কেন বলছি .... আলস্য আর সুখ একই সুতায় গাথা।

কর্মব্যাস্ত জীবনে সুখ কি ... আর অসুখ ই বা কি ? শুধূ শরিরের ক্লান্তিই উপভোগ করা যায়, সেখানে আত্মিক পরম সুখ থাকলে ও তা উপভোগ করার যথেষ্ট সময় থাকে না। তাই জীবনের নিখাদ সুখ উপলব্ধি করতে হলে অবশ্যই আলস্যে সময় কাটাতে হবে। হ্যা, স্থান -কাল- পাত্র ভেদে এমতের ভীন্নতা থাকতেই পারে। এখন আমার কাছে এমনটাই মনে হচ্ছে .. " আলস্য সকল সুখের মূল " । এগুলো লিখতে লিখতে হঠাৎ মনে হলো, মানুষের জীবনে অলস মুহুর্ত বলে কোন মুহুর্তই নেই।

আসলে অলসতা কি বা আলস্যের সঙ্গা কি ? সহজ বাংলায ... চোখের সামনে কাজের স্তুপ পরে আছে অথচ সেগুলো করছি না। সেই কাজগুলো ঝুলন্ত অবস্থায় রেখে যে মুহুর্তগুলো অতিবাহীত করি সেসব মুহুর্তকে অলস মুহূর্ত বা আলস্য বলে। কিন্তু সেসব অলস মুহূর্তে আমাদের মস্তিষ্ক তো চুপচাপ বসে থাকে না। কোন না কোন কাজে সে ব্যাস্ত থাকে। এক মিলি সেকেন্ড এর জন্য ও মস্তিষ্ক কাজ ছাড়া থাকে না, এমন কি ঘুমের সময় ও আমাদের মস্তিষ্ক থাকে সচল।

যেদিন থেকে মায়ের গর্ভে মস্তিষ্কের আকার ধারন করেছে সেদিন থেকে আজ পর্যন্ত বিরাম হীন ভাবে কাজ করে যাচ্ছে আমাদের মস্তিষ্ক। প্রথমে গর্ভাবস্থায় মায়ের সাথে সখ্যতা, এরপর পৃথিবীর আলো বাতাসে ধিরে ধিরে বাবা, ভাই-বোন, পরিবেশ, প্রতিবেশী, বন্ধু- বান্ধব যথাক্রমে দৃশ্যমান এবং অদৃশ্যমান সকল অস্তিত্ব সম্পন্ন্ন বস্তু এবং সকলের আচরেনের সাথে নিজেকে মানিয়ে নিয়ে চলে। এভাবে পথ চলতে চলতে কখনো সহনশীল কখনো প্রতিবাদি ও হয়ে ওঠে। যতদিন এ দেহে প্রান বায়ু থাকবে ততদিন মস্তিষ্কের ব্যস্ততা ও থাকবে। তারমানে দাড়াচ্ছে মানষ কখনো অলস সময় অতিবাহীত করতে পারে না।

আলস্য সকল সুখের মুল হলে ... সে সুখের দেখা মানুষ কখনো পায়নি আর কোনদিন পাবে ও না। .... হায়রে আলস্য ... জীবদ্দশায় তোকে আর পাওয়া হলো না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.