আমাদের কথা খুঁজে নিন

   

অলসতা কাকে বলে



আমি খুব অলস। আমার ছোট মামা আমার নাম দিয়েছেন "কুঁড়ের রাণী"। ছাত্রজীবনে আলসেমীর কারণে আমি সারা বছর পড়াশুনা না করে পরীক্ষার আগে পড়তে বসতাম আর আফসোস করতাম। মনে মনে ঠিক করতাম, এইবারই শেষ, এরপর থেকে নিয়মিত পড়াশুনা করব যাতে পরীক্ষার আগে বেশী চাপ না পড়ে। কিন্তু পরীক্ষা শেষ হলেই আবার আগের রাস্তায় চলে যেতাম।

এখনও আলসেমী করে সব কাজ শেষ মূহুর্তের জন্য ফেলে রাখি। এরজন্য যে কতবার ঝামেলায় পড়েছি আর কত যে বকা খেয়েছি তার হিসাব নেই। কিন্তু কোন উন্নতির লক্ষণ নেই। তবে আমি একজনের কথা জানি যার অলসতার ধরণটা একটু আলাদা। চিংড়ি তার প্রিয় খাবার কিন্তু খোলস সহ রান্না করলে খান না, খোলস ছাড়াতে আলসেমী লাগে।

তিনি বাদাম, মিষ্টি কমলা খেতেও পছন্দ করেন, যদি কেউ খোসা ছাড়িয়ে দেয়, নয়তো ছুঁয়েও দেখবেন না। এগুলো দেখে তবু একটু শান্তি পাই, কেউ তো আছে যে আমার চাইতেও অলস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।