আমাদের কথা খুঁজে নিন

   

অলসতা, অসুস্থতা ভাল নয়

আমার ব্যক্তিগত ব্লগ

অলসতা, অসুস্থতা ভাল নয়। দুটো এক বিষয় না। তারপরও আমার কাছে এখন সব এক। অসুস্থ হয়ে, বা কোন কারনে মন খারাপ করে যদি কাজে বিরতি দেই তো তার মাসুল গুনতে হয় আরও কষ্টের বা কাজের চাপের মধ্য দিয়ে। কষ্ট করে হলেও যদি কাজ শেষ করি তো ফলাফল ভাল।

পরে অনেক সুবিধা হয়, আগে কাজ এগিয়ে রাখলে। এতো কথার মুল কারন হলো আমার বুয়া রানী এখনও দর্শন দেননি। তার উপর পুরোপুরি সুস্থ নই। আজ দুপুর ১২টায় হয়রান হয়ে ভাবলাম এবার নিজেকে ছুটি দেই। বিকালের পর আবার না হয় কাজে হাত দিব।

হুমায়ুন আহমেদের একটা বই আমার ছোট বোন শেখা পাঠিয়েছে। সেটাই পড়া আরম্ভ করলাম। কিছুক্ষনের মধ্যেই আম্মা জানালেন, বাসার ট্যাংকি পরিস্কার করা হচ্ছে। পানি থাকবে না। কি করি।

মনে মনে জিদ করলাম। একবার ছুটি নিয়েছি তো নিয়েছি। তাই পানির কাজে হাত না দিয়ে শুধু বালতি ভরে আবার বইয়ে মনোযোগ দিলাম। তারপর আর কি। কোন কাজেই আর হাত দিতে পারিনা।

পানি নেই। বাসন ধোয়া, ঘর মোছা, রান্না সব বাতিল। যা আছে তাই খাওয়া আর ঘুমানো। মন্দ নয়, বাধ্য হয়েই ছুটি কাটালাম। তবে আল্লাহ আমাকে খুব বেশি কষ্ট দিলেন না।

ছেলে বেশি পানি নষ্ট করলোনা আর আম্মা ঘুমানোর আগে রাতে পানি তুলে দিলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।