আমাদের কথা খুঁজে নিন

   

শিশুরা শিখবে যে যা

লক্ষ্যহীন জীবন, তবু ছুটে চলাই নিয়োতি, এটুকুই আমি। নিন্দা যদি কর তারে তোমায় ঘৃণা করবে তবে, শাসন করে মারলে পরে এমন স্বভব শিশুর হবে। উপহাসের পাত্র হলে হয় না বড়ো কেউ কবে, কথায় কথায় লজ্জা দিলে অপরাধী মন ছোটো রবে। সহ্য করা শিখাও যদি ধৈর্য্ ধরা শিখবে তারা, উত্সাহিত করলে পরে থাকবে না আর আস্থাহারা। প্রশংসার শুনলে বাণী সবাইকে সে বাসবে ভালো, সত্য-ন্যায় শিক্ষা পেলে যুক্তিতে পথ করবে আলো। মায়ায় বাধন শিখবে সে যে স্নেহ ছায়ায় রাখলে ধরে, চলার পথে সঠিক গতি তুলবে তারে 'মানুষ' করে। শিশু যেন শিশুই নয় বন্ধু ভেবে সংগে নেও, ভালোবেসে জগত্টাকে গড়তে তারে সুযোগ দাও। **অধ্যাপক এম আর খান কর্তৃক সংকলিত এবং *আল-কামাল আবদুল ওহাব কর্তৃক অনুদিত।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।