আমাদের কথা খুঁজে নিন

   

শিশুরা সব বোঝে

আমার ব্যক্তিগত ব্লগ

বাচ্চাদের ভোলানোর জন্য মা বাপ কি না করে। আর ভাবে বাচ্চাকে নয় ছয় দিয়ে ভোলানো গেল। আসলেই কি তাই। আমার ধারনা ওরা বাপ মা কে শান্তনা দেয়ার জন্যই ভোলার ভান করে। শাফিনকে (আমার ১ বছর ৯ মাস বয়সী ছেলে) কোন কাজ থেকে বিরত রাখার জন্য প্রথমে না বলি।

না শুনলে অন্য দিকে মনোযোগ ঘুরিয়ে দেয়ার চেষ্টা করি। ভেবেছিলাম, সফল হয়েছি। এখন দেখি ওর উপর রাগ করলে, বা কোন কিছু মানা করলে ও সম্পুর্ন অন্য বিষয় টেনে আমার মনোযোগ ঘোরানোর চেষ্টা করে। এমন সব বিষয় আনে যে আমি পছন্দ করি। যেমন খেতে চায়! দুপুরে সাধারনত: গোসল করিয়ে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করি।

সব সময় যে সফল হই তা না। কখনও কখনও এসময় ক্লান্তি বসত চোখ বন্ধ করে রাখলে, শাফিন দেখি আসতে করে পা টিপে টিপে বিছানা থেকে নেমে যায় (যে ভাবে আমি সরে যাই ও ঘুমিয়ে গেলে) আর চেয়ারে উঠে র‌্যাকের জিনিসপত্র ঘাটাঘাটি শুরু করে। এমনিতে যেসব ওকে ধরতে দেয়া হয়না।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।