আমাদের কথা খুঁজে নিন

   

যে প্রশ্ন হয়নি কর..

রাষ্ট্র যেথায় দ্বিধায় ভোগে, আমরা সেথায় দ্বিধাহীন......... কখনো তোকে জিজ্ঞাস করি না তোর চোখের কোনে কেন পানি কখনো আমরা জানতে চাই না কোন অভিমানে কাঁদিস যে তুই। তোর নির্বাক চাহনি হঠাৎ কোন বেদনায় ভরে উঠে এত কাছের তুই, তবু জিজ্ঞেস করিনা কেন সে দুঃখ তোর হয়ত আমরাও বুঝি হয়ত কেউই নয় হয়ত শুধু বিধাতাই বুঝে বাকি সব অভিনয়। হয়ত সবাই ভুল করি, তোর কথা না ভেবেই স্বার্থপরের মত আঘাত করি নিজের কষ্ট ঢাকতেই। জীবন কাউকেই কিছু দেয়নি শুধু কালো দুঃখ ছাড়া এ কষ্টের সাথেই লড়াই করে গেলি তোর জীবনের অর্ধেকটা। কেউ সুখী নয় আমাদের মাঝে তবু অপরের দুঃখ কেউ বুঝিনা নিজেদের মধ্যেই কলহ আর সকল লাঞ্ছনা, গঞ্জনা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.