আমাদের কথা খুঁজে নিন

   

যে প্রশ্ন তোমার , যে প্রশ্ন আমার

ঘর বলতে কি বোঝ ? ফুলতোলা বেড কাভারে ঢাকা শয্যা দক্ষিণের জানালায় হাস্না হেনা আলমারি ভরা নতুনের কোলাহল লুকিয়ে থাকা গয়নায় আটকে যাওয়া অতীত স্নানঘরে যত্নের আড়ালে চলে যাওয়া পতঙ্গের আর্তনাদ কফির কাপে ঝড়ো ধোঁয়ায় কেঁপে ওঠা বিকেল এইতো ? যদি বলি ঘরের সংজ্ঞা অন্য রকম কখনো শয্যায় একটা দুটো চোরকাঁটা বন্ধ জানালায় থমকে দাঁড়ানো ভোকাট্টা দীর্ঘশ্বাস সতর্কীকরণের ধাক্কায় ছিটকে পড়া অভিলাষ স্নানঘরের বাতাসে ভেসে থাকা সলজ্জ কথোপকথন ঘর মানে ভুলে যাওয়া কেউ কড়া নাড়ে বিকেলের বারান্দায় কেউ হাঁক দেয় আলমারির গোপন থেকে বলে , আমিও ছিলাম তোমাদের ভালোবাসায় আমি আর তুমি আছি দুটোতেই আছে প্রশ্নের বাড়াবাড়ি একটা প্রশ্ন আমারও ঘর বলতে কি বোঝ ? ১৭১০১২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.