আমাদের কথা খুঁজে নিন

   

আমরা অনেক কিছু শিখতে চাই কিন্তু পারছিনা তাদের জন্য যাতে সহজে কিছু তথ্য পায়। সমান্য প্রয়াস!!!

আল্লাহর উপর আস্থা রাখ সব ঠিক হয়ে যাবে। 052*বিসিএস-বাংলাঃ ০১। অনুবাদের ক্ষেত্রে যে বিষয়টিকে অটুট রাখা কর্তব্য-ভাব। ০২। গঠনগত দিক থেকে শব্দ-দুই প্রকার।

০৩। ফারসি প্রশাসনিক শব্দ-তোষক। ০৪। তৎপুরুষ সমাস-নয় প্রকার। ০৫।

অনুসর্গ হল –অব্যয়। ০৬। যে জাতীয় শব্দের বানানে মূধ্যর্ণ ণ ব্যাবহ্নত হয়-তৎসম শব্দে। ০৭। হাতি শব্দের প্রতিশব্দ-কুঞ্জর।

০৮। বাংলা ভাষায় ধাতুর গণ-২০টি। ০৯। বাংলা ভাষায় যে কয়টি ধাতুর সব কালের রুপ পাওয়া যায় না তাদের কে বলে-অসম্পূর্ণ ধাতু। ১০।

যে শব্দগুলো খাটি বাংলা শব্দের অতিশায়ন-অপেক্ষা,থেকে। ১১। বাক্যে যথাযথভাবে উপমা-অলংকার ব্যাবহার না করলে বাক্যের যে গুণ নষ্ট হয়-যোগ্যতা। ১২। বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করা-অনুসর্গের কাজ।

১৩। বাংলা ভাষায় ব্যাবহ্নত আরবি শব্দগুলোকে ভাগ করা হয়েছে-দুই ভাগে। ১৪। যে সমাসের ব্যাসবাক্যের দরকার হয় না –নিত্য সমাসের। ১৫।

বাংলা ভাষায় যে শব্দগুলোকে খাটি বাংলা শব্দ বলা হয়-তদ্ভব শব্দগুলোকে। (চলবে) 054*বিসিএস-সাধারণ বিজ্ঞানঃ ০১। হলুদ ফুলকে নীল কাচের মধ্যে দিয়ে দেখলে-কালো দেখাবে। ০২। আকাশ নীল দেখায়-আলোর বিক্ষেপণের কারণে।

০৩। আলোর বিক্ষেপণের পরিমান নির্ভর করে-রং বা তরঙ্গ দৈর্ঘের উপর। ০৪। আলোর বিক্ষেপণ তরঙ্গ দৈর্ঘের সঙ্গে পরিবর্তিত হয়-ব্যস্তানুপাতিকভাবে। ০৫।

যে আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশী-নীল আলোর। ০৬। যে অবস্থায় আকাশ সবচেয়ে নীল দেখায়-মেঘমুক্ত,নির্মল ও ধোয়াহীন অবস্থায়। ০৭। বায়ুমন্ডল না থাকলে আকাশ-কালো দেখাতো।

০৮। দুপুরবেলা সূর্যকে হলুদ দেখায়-আলোর বিক্ষেপনের কারনে। ০৯। আসমানি ও হলুদ মিলে যে বর্ণেরসৃষ্টি হয়-সাদা বর্ণের। ১০।

আসমানি রঙের পরিপূরক বর্ণ-হলুদ বর্ণ। ১১। সূর্যাস্তের পর চাঁদের বরণ হয়-হলুদ। ১২। লাল,সবুজ,নীল এই তিনটি বর্ণকে বলা হয়-মৌলিক বর্ণ।

১৩। যে কোন পরমাণু আধান নিরপেক্ষ,কারণ পরমানুতে থকে সমান সংখ্যক-ইলেকট্রন ও প্রোটন। ১৪। বিভব যে রশি-স্কেলার রশি। ১৫।

এসআই এককে বিভব পরিমাপ করা হয় যে এককে-ভোল্ট। (চলবে) (কোন ভুল থাকলে অনুগ্রহপূর্বক উল্লেখ করবেন) 063*বিসিএস-বাংলা সাহিত্যঃ ০১। রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত ছোটগল্প-ভিখারিনী(১৮৭৪) ০২। রবীন্দ্রনাথের ঠাকুরের প্রথম সাক্ষরযুক্ত প্রকাশিত কবিতা-হিন্দু মেলার উপহার(১৮৭৫) ০৩। রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস-করুণা যা মাসিক ভারতী পত্রিকায় প্রকাশিত হয়(১৮৭৭-১৮৭৮ সাল পর্যন্ত) ০৪।

রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ-কবিকাহিনী(১৮৭৮) ০৫। রবীন্দ্রনাথের প্রথম গল্প সংগ্রহের নাম-ছোটগল্প(১৮৯৩) ০৬। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম অভিনয় ছিল জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর রচিত-এমন কর্ম আর করব না নাটকে অলীক বাবুর ভূমিকায়। ০৭। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটক-বাল্মীকি প্রতিভা(১৮৮১) ০৮।

গ্রন্থাকারে প্রকাশিত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস-বৌঠাকুরাণীর হাট(১৮৮৩) ০৯। বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস-চোখের বালি। ১০। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ-বিবিধপ্রসঙ্গ(১৮৮৩) ১১। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম গান-জ্বল জ্বল চিতা দ্বিগুণ দ্বিগুণ।

১২। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম গদ্যগ্রন্থ-য়ুরোপ-প্রবাসীর পত্র। ১৩। হিন্দিতে অনূদিত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস-রাজর্ষি। ১৪।

রবীন্দ্রনাথ ঠাকুর তার যে কাব্য গ্রন্থটির নামকরণ করে যেতে পারেননি-শেষ লেখা। ১৫। আর্জেন্টিনার স্প্যানিশ ভাষার কবি ভিক্টোরিয়া ওকম্পোকে রবীন্দ্রনাথ ঠাকুর নাম দেন-বিজয়া। (চলবে) (কোন ভুল থাকলে অনুগ্রহপূর্বক উল্লেখ করবেন) 057*বিসিএস-সাধারণ জ্ঞানঃ ০১। বিশ্বের প্রথম বায়োগ্যাস চালিত ট্রেন চলাচল শুরু হয়-সুইডেনে।

০২। চীনে বর্তমানে ইন্টারনেট ব্যাবহারকারির সংখ্যা-৪০ কোটি। ০৩। মেক্সিকো উপসাগর ও আল্টান্টিক মহাসাগরকে যুক্ত করেছে-ফ্লোরিডা প্রনালী। ০৪।

ব্রিটেনের হাউস অব কমন্স এ দক্ষীন এশীয় নারী বংশোদ্ভূত এমপি-দুই জন। ০৫। টোডা উপজাতিরা বাস করে-ভারতে। ০৬। বিট্রিশ উপনিবেশের অন্তর্ভূক্ত হয়েও কমনওয়েলথ্ এর সদস্য নয়-শ্রীলঙ্কা।

০৭। আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর-আদ্দিস আববা। ০৮। ফ্লিট স্ট্রিট হল-সিনেমা হল। ০৯।

আর্সেনিক দুষনমুক্ত এবং আক্রান্তদের চিকিৎসা সহায়তার জন্য মার্কিন সহায়তা বিলের নাম-HR-1646। ১০। ফাতিমা ভুট্টোর বাবার নাম-মুর্তজা ভূট্টো। ১১। ওয়াটারগেট কেলেঙ্কারির নায়ক মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন যে দলের প্রেসিডেন্ট-রিপাবলিকান দলের।

১২। বর্তমানে বিশ্বে ইউরেনিয়াম ও প্লুটোনিয়াম রয়েছে-৩৮টি দেশে। ১৩। বাংলা প্রদেশ কয়টি বাংলা-ভাষাভাষী বিভাগ নিয়ে গঠিত হয়েছিল-৫টি। ১৪।

আলেকজেন্ডার পোপ ছিলেন-একজন কবি। ১৫। এনফিল্ড নামক বন্দুক চালু হয়-১৮৫৬। (চলবে) কোন ভুল থাকলে উল্লেখ করুন 058*বিসিএস বাংলাঃ-ব্যাকরণ ০১। ঙ,ঞ,ণ,ন,ম এই ৫টি বর্ণকে বলা হয় –অনুনাসিক বা নাসিক্য বর্ণ।

০২। অ –স্বরবর্ণটির কোন সংক্ষিপ্ত রুপ নেই। ০৩। বাংলা বর্ণমালায় হ্রস্বত্ব ও দীর্ঘত্বের জন্য-অর্থের কোন পার্থক্য হয় না। ০৪।

ধ্বনি উৎপাদনের ক্ষেত্র ও উচ্চারনের মুল উপকরন-মুখবিবর,জিহ্বা,ওষ্ঠ। ০৫। বাংলা বর্ণমালায় ব্যাবহ্নত মাত্রাহীন বর্ণ গূলোর মধ্যে-৬ টি ব্যাঞ্জন বর্ণের। ০৬। বাংলা বর্ণমালায় ণ ও ন ধ্বনি দুটিতে-ঐক্য আছে।

০৭। যে ধ্বনি উচ্চারনের সময় স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয় না তাদের কে-অঘোষ ধ্বনি বলে। ০৮। ক ধ্বনিকে ক উচচারণ করতে চাইলে তার সাথে যোগ করতে হবে-অ ধ্বনি। ০৯।

উচ্চারনের সুবিধার জন্য বাংলা ব্যাঞ্জন বর্ণের সাথে- অ স্বরধ্বনিটি যোগ করা হয়। ১০। শ,ষ,স,হ এই চারটি বর্ণকে বলা হয়- উষ্ম বর্ণ। ১১। যে ধ্বনি উচ্চারনের সময় বাতাসে চাপের আধিক্য থাকে তাকে-মহাপ্রাণ ধ্বনি বলে।

১২। প,ফ,ব,ভ,ম এই পাচটি বর্ণকে বলা হয়-দ্বিওষ্ঠ বর্ণ। ১৩। য ও ব এই দুটি বর্ণকে বলা হয়-অন্তঃস্থ বর্ণণ। ১৪।

আধুনিক বাংলায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা-২৫ টি। ১৫। বাংলা বর্ণমালায় প্রকৃত ব্যাঞ্জন বর্ণ রয়েছে-৩৫ টি। (চলবে) (কোন ভূল থাকলে উল্লেখ করুন) BCS-ENGLISH 01.কামলা,আপনি সামলা-Physician,heal thyself. 02.কারও পৌষ মাস কারও সর্বনাশ-What is sport to one is death to another/One mans meat is another mans poison. 03.কিল খেয়ে কিল চুরি-To pocket an insult. 04.ক্ষিদে থাকলে নূন দিয়ে খাওয়া যায়-Hunger is the best sauce. 05.গাঁয়ে মানে না আপনি মোড়ল-A fool to others,to himself a sage/A self constituted leader. 06.গরু মেরে জুতা দান-To rob petter to pay paul/To add flame to injury. 07.গেঁয়ো যোগী ভিখ পান না-A prophet is not honoured in his own country. 08.গাছে কাঁঠাল গোঁফে তেল-To count ones chickens before they are hatched. 09.ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়-A burnt child dreads the fire. 10.চেনা বামুনের পৈতা লাগে না-A known face needs no painting/Good wine needs no bush.(To be continue) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.