আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গঃ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টি টুয়েন্টি ম্যাচ- আজকের দিনের উপলব্ধি...

আবীর শাকরান মাহমুদ প্রথমত, বাংলাদেশ এখন আসলেও আন্তর্জাতিক মানের ভালো খেলে নিয়মিত। বাহ, দেশ আর কিছুতে না হোক, ক্রিকেটে এগিয়ে যাচ্ছে। ভাবতে ভালোই লাগে। দ্বিতীয়ত, শ্রীলঙ্কান আম্পায়ারগণ তৃতীয় শ্রেণীর ইতর প্রাণীবিশেষ...(no offense) তৃতীয়ত, এমনেই ইনফর্ম প্লেয়ার কয়েকজন ইনজুরিতে। তার মাঝখানে এনামুল কে দেশে পাঠায়া দেয়ার কোন মানে হয়না।

কেন? সরকার চাইলে কি ওর HSC এক্সামটা বিশেষ বিবেচনায় পরে নিতে পারত না? একটা পরীক্ষাই তো দেরি হইত। বেশি কি? চতুর্থত, why?? শাহাদাত, why?? why?? তোমার চেয়ে পাড়ার আবুলও ভালো বোলিং করে বলে আমি মনে করি। বিপক্ষ দলের সেরা প্লেয়ার যতবার না বাংলাদেশকে হারাইসে, তার চেয়ে তুমি আরো বেশিবার হারাইস বলে আমার ধারণা। আরো শুনলাম, তুমি নাকি বিয়ে করেতস। ভাইজান, বিয়া কইরা বউকে আদর কর গিয়া।

ওটাই বা কতটুকু পারবা, সন্দেহে আছি। প্লিজ, জাতীয় দলে আর আইস না। তোমার পায়ে পড়ি... :'( আর সিরিয়াসলি, শাহাদাতকে দলে কোন শালার পুত্রধন নেয়???? কেন নেয়???? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।