আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গঃ দুই ভাগ



লাড্ডুরনিঃ দেশের অবস্থা কিছু জানোস?
পেয়ারাগোপালঃ হয়, জানিতো।
লাড্ডুরনিঃ কি তা?
পেয়ারাগোপালঃ দুই ভাগ।
লাড্ডুরনিঃ মানে?
পেয়ারাগোপালঃ মানে হইলো জাতি দুই ভাগ।
লাড্ডুরনিঃ বুঝলাম না।
পেয়ারাগোপালঃ তুই দেশের যে কোন মেজর কয়টা টপিকের কথা বল তারপর আমি বলতেছি।



লাড্ডুরনিঃ দেশের মেজর টপিক! ইমমম ...... বিএনপি-আওয়ামীলীগ?
পেয়ারাগোপালঃ জাতি হয়ে গেল দুই ভাগ
লাড্ডুরনিঃ ইন্ডিয়া-পাকিস্তান?
পেয়ারাগোপালঃ জাতি হয়ে গেল দুই ভাগ
লাড্ডুরনিঃ আস্তিক-নাস্তিক?
পেয়ারাগোপালঃ জাতি হয়ে গেল দুই ভাগ
লাড্ডুরনিঃ শাহবাগ-হেফাজত?
পেয়ারাগোপালঃ জাতি হয়ে গেল দুই ভাগ
লাড্ডুরনিঃ মাইলস-এলআরবি?
পেয়ারাগোপালঃ জাতি হয়ে গেল দুই ভাগ। বুঝলি কিছু?

লাড্ডুরনিঃ বুঝলাম।
পেয়ারাগোপালঃ কি বুঝলি?
লাড্ডুরনিঃ যেকোন কিছুতে আমরা দুই ভাগ হয়ে যাই।
পেয়ারাগোপালঃ কারণ আমাদের মধ্যে ইউনিটি নাই। অন্যান্য দেশ বা অন্য দেশের মানুষ আমাদের যত না ক্ষতি করতে পারে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি তার থেকে অনেক বেশী করি।


লাড্ডুরনিঃ কারণ আমরা এক দেশের মানুষ কিন্তু আমাদের মধ্যে ভাগ দুইটা।

পেয়ারাগোপালঃ ধর আমরা পুরা জাতিটা কোন একদিন “এক” হয়ে গেলাম। আনন্দটা কেমন হবে বলতে পারবি?
লাড্ডুরনিঃ পাড়ুম।
পেয়ারাগোপালঃ বলে ফেল।
লাড্ডুরনিঃ বাংলাদেশ ক্রিকেট টীম জিতলে যেমন হয়।


পেয়ারাগোপালঃ ডিটেইলস বল।

লাড্ডুরনিঃ বাংলাদেশ ক্রিকেট টীম জিতলে আমরা যেমন একসাথে রাস্তায় নামি। কে কি কিছু বোঝা যায় না। কেউ আলাদা থাকে না। না বিএনপি-আওয়ামীলীগ, না শাহবাগ-হেফাজত, না আস্তিক-নাস্তিক, না ইন্ডিয়া-পাকিস্তান, না হিন্দু-মুসলমান, না বর্তমানের মাইলস-এলআরবি সমস্যা।

সবাই এক সাথে পাশাপাশি রাস্তায় অবস্থান করি। কেউ সেদিন মিন মিন করে না, সবাই সর্বশক্তি দিয়া চিল্লায় “বাংলাদেশ” “বাংলাদেশ”।

পেয়ারাগোপালঃ আমার পুরা জাতিটা যেদিন এক হয়ে যাব, সেদিন আমি একটা পতাকা হাতে নিয়া রাস্তায় নামবো। রাস্তার এই মাথা থেকে সেই মাথা দৌড়াবো। সর্বশক্তি দিয়া চিল্লায় যাবো “বাংলাদেশ” “বাংলাদেশ”।

আর সেদিন রাস্তায় যদি কেউ আমারে জিগায় “কিরে কি হইছে? হুদাই এমন করতাছোস ক্যান?”
আমি বলবো, “আমার জাতিটা আজ থেকে এক হয়ে গেছে, আর আমাগো কেউ হারাইতে পারবা না, আমরা এখন পুরাপুরি স্বাধীন। বাংলাদেশ বাংলাদেশ। ”


শাহরিয়ার খান শিহাব
ঢাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।