আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গঃ ধন্যবাদ



প্রিয় মহিলা ব্লগার-সবিনয় নিবেদন এই যে, আপনাদের কারো কি পিক আওয়ারে বাসে চড়ার আভিজ্ঞতা আছে? খুব ভিড়ের মধ্যে বাসে উঠেছেন অথচ দাঁড়িয়ে আছেন, সিট পান নি, আছে এমন অভিজ্ঞতা? নিশ্চয় আছে। তাহলে অবশ্যই এমন অভিজ্ঞতাও আছে যে একজন বসে থাকা পুরুষ যাত্রী এই বিব্রতকর সময়ে আপনাকে তার নিজের সিট টা ছেড়ে দিয়েছেন। আশা করি আছে- কেননা আমরা, পুরুষরা, এখনো সবাই কাপুরুষ হয়ে যায় নি। এখন একটা বিনীত আনুরোধ- দয়া করে মনে করে দেখুন তো- একবারো কি ওই উপকারী পুরুষটিকে সামান্য একটা মৌখিক ধন্যবাদ দিয়েছেন? যদি না দিয়ে থাকেন আমি আপনাকে দোষী বলছি না, আমি এও বলছিনা আপনারা কোন মেয়ে কখোনোই ধন্যবাদ দেন নি। আমি শুধু বলতে চাই- আমি কখনো একটা ধন্যবাদ পাইনি। বলতে পারেন আমার সমস্যা কোথায়? ওহ্, একটা দরকারী কথা জানাতে ভুলে গেছি- আমি কিছু পাব এই আশাতে মানুষের উপকার করি। এই ক্ষেত্রে আমি শুধু আশা করি একটা ধন্যবাদের। যদিও পাচ্ছি না, তারপর ও উপকারটা করে যাচ্ছি- দেখি এই জীবনে একটা ধন্যবাদ জোটাতে পারি কিনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।