আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গঃ হজ্জ

সকল প্রশংসা বিশ্ব পালনকর্তা আল্লাহর জন্য সমর্পিত।

কুরআন ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا ـ ومن كفر فان الله غنى عن العلمين ـ (ال عمران : 97) উচ্চারণ: : ওয়া লিল্লাহি আ’লান্নাসি হিজ্জুল বাইতি মানিসতাতআ ইলাইহি সাবিলান, ওয়া মান কাফরা ফাইন্নাল্লাহা গানিয়্যি আ’নিল আ’লামীন। (১) মানুষের উপর আল্লাহর এ অধিকার যে, বায়তুল্লাহ পর্যন্ত পৌঁছাবার শক্তি সামর্থ্য যে রাখে, সে যেন হজ্জ করে এবং যে এ নির্দৈশ অমান্য করে কুফরীর আচরণ করবে, তার জেনে রাখা উচিত যে, আল্লাহ বিশ্ব প্রকৃতির ওপর অবস্থানকারীদের মুখাপেক্ষী নন। (সূরা আলে ইমরান: ৯৭) ....................................................................................................... الحج اشهر معلومت ـ فمن فرض فيهن الحج فلا رفث ولافسوق ولاجدال فى الحج ـ (بقرة : 197) উচ্চারণ: : আলহাজ্জু আশহুরুম মালূমাত, ফামান ফারদা ফিরহিন্নাল হাজ্জা ফালা রাফাছা ওয়া লা ফুসূকা ওয় লা জিদালা ফিলহাজ। (২) হজ্জের মাসসমূহ সকলেরই জ্ঞাত।

যে ব্যক্তি এই নির্দিষ্ট মাসসমূহে হজ্জের নিয়্যত করবে তাকে এ দিক দিয়ে সতর্ক থাকতে হবে যে, হজ্জকালীন সময়ে তার দ্বারা যেন কোন পাশবিক লালসা তৃপ্তির কাজ কোন জ্বেনা-ব্যভিচার, কোন রকমের লড়াই-ঝগড়ার কথাবার্তা অনুষ্ঠিত না হয়। (সূরা বাকারা : ১৯৭) ...................................................................................................... واذن فى الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ـ (حج : 27) উচ্চারণ: : ওয়া আযাযিন ফিন্নাসি বিলহাজ্জি ইয়া’তূকা রিজালাও ওয়া আ’লা কুল্লি দামিরিন ইয়া’তিনা মিন কুল্লি ফাজ্জিন আ’মীক। (৩) আর লোকদের মধ্যে হজ্জের ঘোষণা করে দাও, তারা তোমাদের নিকট দূরবর্তী স্থান হতে পায়ে হেটে ও উটের উপর সওয়ার হয়ে আসবে। (সূরা হজ্জ: ২৭) ....................................................................................................... আরো দেখুন: সূরা বাকারা: ১৫৮, ১৮৯, ১৯৬, ১৯৭, সূরা মায়িদা: ১, ৯৫, সূরা হজ্জ: ২৬, ২৭, ২৯, ৩২, ৩৩। হাদীস عن ابى هريرة قال قال رسول الله (صلعم) من حج لله فلم يرفث ولم يفسق رجل كيوم ولدته امه ـ (بخاري ـ مسلم) (১) হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা) বলেছেন, যে বেক্তি কামনা-বাসনা (স্ত্রী সংঙ্গম ও আল্লাহর নাফরমানী হতে বিরত থেকে আল্লাহকে সন্তুষ্ট করার্থে হজ্জ কার্য সমাধা করবে যে যেনো মার্তৃগর্ভ হতে ভূমিষ্ঠ হয়ে বাড়ীতে প্রত্যাবর্তন করলো।

(বুখারী-মুসলিম) ....................................................................................................... عن جابر ان النبى (صلعم) قال البقرة عن سبعة والجزور عن سبعة ـ (مسلم ـ ابوداود) (২) হযরত জাবের (রা) বর্ণিত, রাসূল (সা) বলেছেন, গরু সাত জনের পক্ষ থেকে এবং উট সাত জনের পক্ষ থেকে কুরবানী করা যাবে। (মুসলিম, আবু দাউদ) ...................................................................................................... قال رسول الله (ص) من وجد سنة ولم يضح فلا يقربن مصلانا ـ (ابن ماجة) (৩) রাসূলুল্লাহ (সা) বর্ণনা করেছে, সামর্থ্য থাকতে যে কুরবানী করে না যেনো আমার ঈদগাহের ধারে কাছেও না আসে। (ইবনে মাজাহ)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।