আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গঃ প্রথম আলো

দ্বন্দ্বময় বালুঘড়ি - প্রথম সকাল নাকি গোধুলি!!!

আমার সামনে এই মুহূর্তে সুনীলের "প্রথম আলো"র প্রথম খণ্ড পড়ে আছে। ভীষণ ব্যস্ততার মাঝ দিয়ে যাচ্ছি তারপরও বইটা পড়তে হবে তাই চোখের সামনে রেখেছি। এখন পাঠকের মনে প্রশ্ন ঊঠতেই পারে হঠাৎ কেন এই "প্রথম আলো" প্রসঙ্গ!!! আসলে ঘটনা জলের ন্যায় সহজ। একেবারে প্যাঁচগিহীন। আমার জনৈক বন্ধুর জন্যে পাত্রী খুঁজছি।

পাত্রের ডিমান্ড খুবই কঠিন প্রকৃতির। তার বউকে হতে হবে 'ক্যাথরিনা জিটা জোন্সে' বা 'মনিকা বেলুচ্চি'র মত লাস্যময়ী এবং প্রথম আলোর 'ভূমিসুতা'র ন্যায় মমতাময়ী। আমি তাকে ইনিয়ে বিনিয়ে অনেক বুঝাতে চাইলাম যে ইয়ে মানে এই দুর্মূল্যের যুগে যেখানে পাত্রী পাওয়াই দুষ্কর সেখানে এহেন আবদার পূরণ করা কেবল কঠিনই নয় বরং নেক্সট টু ইমপসিবল!!! কিন্তু কে শুনে কার কথা!!! যাই হোক কর্তার আদেশই কর্ম। তাই বইয়ের শেলফ থেকে ধুলো পড়া বইটা ঝেড়ে মুছে ছাফ করেছি। পাত্রী খুঁজার আগে আরেকবার রিভিউ করে নিচ্ছি ভূমিসুতার চরিত্রকে।

আরে ভাই, প্রফেসনালিজম, হোম ওয়ার্ক, কমিটমেন্ট - এইসব বলে একটা কথা আছে না!!! এইসব নেই বলেই তো এই দেশটা রসাতলে গেল। তবে প্রফেসনালিজমের এহেন দোহাই দিয়ে দেশ ও জাতিকে রসের উপরে ভাসাতে গিয়ে বোধকরি এবার আমার বন্ধুটির জীবন- যৌবনও জলে ভাসবে পদ্মপাতার ন্যায়। তাই তার জন্যে রইল অগ্রিম শুভ কামনা আর সহানুভূতি। বিঃ দ্রঃ ১। কোন সহৃদয়বান পাঠকের সুনজরে যদি এহেন পাত্রী থাকে তাহলে যোগাযোগ করতে ভুলবেন না যেন।

২। আমার এই বন্ধুটির কথা শুনে আমাদের প্রিয় ব্লগারু মেহরাব শাহরিয়ারেও মনে খায়েশ হয়েছে বিয়ে করার। তার ডিমান্ডও সিমিলার। সুতরাং পোলাডার জন্যে কিছুমিছু করেন ভাই ও বোন সকল।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।