আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গঃ বুয়েট



এটা কোনো নতুন ঘটনা নয়... পুরোনো ইতিহাসের যেন পুনরাবৃত্তি... আমার ছাত্রজীবনে ২০০৬ সালে দেখেছি ফুটবল খেলা দেখার ভয়াবহ উণ্মাদনা... মারামারি... হাতাহাতি... আমাদের অগ্রজদের কাছে শুনেছি ২০০২ সালের কথা... আমাদের এক স্যার ও বললেন তাঁরাও নাকি এমন দেখেছেন... এটা হয়তো এমন হতে পারে ফুটবল খেলা বুয়েটিয়ানদের সহ্য হয় না... হয়তো এমনও হতে পারে আমরা যারা বুয়েট থেকে আগেই উত্তীর্ন হয়েছি... হয়তো তারাই উত্তারাধিকার সুত্রে আমাদের অনুজদের কে এই ঐতিহ্য বজায় রাখতে অনুপ্রাণিত করছি। কিন্তু আমরা এখন এসব দেখি আর পস্তাই... হায়রে্‌ এরাও আমাদের মতো ভুল করছে... এরাও জীবনের অগ্রগতি থেকে একধাপ পিছিয়ে পরছে। ৪ বছরে স্নাতক ডিগ্রী আমরা ৫/৬ বছরে শেষ করছি... এটা আমাদের ক্যারিয়ার এর মারাত্মক ক্ষতি করে। বুয়েট এর মেধাবী ছাত্র- যারা জীবনের দৌড়ে অনেক দূর যেতে পারত তারা হয়তোবা মাঝরাস্তায় থেমে যাবে। আফসোস... আমার ক্ষোভের কথা আমি বললাম... জানি এতে কারও কিছুই হবে না... তাই কি করা উচিত কি করা উচিত নয়... আমি কিছুই বলব না... শুধু বলব... ভাই তোমরা অনেক বুদ্ধিমান... চিন্তা করে দেখ যা করছ ঠিক করছ কিনা...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।