আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গঃ মা দিবস



আজ ৯ মে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর সূত্রমতে প্রতিবছর মে মাসের ২য় রোববার বিশ্ব মা দিবস আবার অন্য দিকে ১০ মে মা দিবস। পত্রিকারই দু'টো খবর। কোনটা সঠিক উঠেছে তর্কের ঝড়। পত্রিকার প্রতি বিশ্বস্ত যারা তারাই পড়ছে বিপাকে। দৈনিক মুক্ত খবর পত্রিকার প্রথম পাতায় বক্স করে লেখা রয়েছে "কাল বিশ্ব মা দিবস মাকে মনে পড়ে" অপর দিকে ভোরের কাগজ এবং কালের কন্ঠসহ বেশ কয়েকটি জাতীয় পত্রিকায় লেখা হয়েছে প্রতি মে মাসের ২য় রোববার পালিত হয় বিশ্ব মা দিবস।

ঢাকা থেকে প্রকাশিত দৈনিক মুক্ত খবর স্পষ্ট ভাবেই তারিখ ঘোষনা করেছেন কাল ১০ মে মা দিবস। পত্রিকায় প্রকাশিত সংবাদগুলোর প্রতি আসক্ত পাঠক কোনটা মেনে নেবে? এই হচ্ছে বিভ্রান্তির মোহরা। দয়া করে সঠিক তথ্য উপস্থাপন করূন। পাঠকদের সঠিক তথ্য জানতে সহায়তা করূন। তা না হলে লিখিত পরীক্ষার পর মৌখিত পরীক্ষার নাম করে চাকরি ক্ষেত্রে যারা ধান্ধা করে তাদের পথ আরো সহজ হবে।

কেননা ১০ মে বললে কেউ ভুল ধরবে আবার মে মাসের ২য় রোববার বললেও অনেকে সুযোগ খুঁজবে। আপনার ভুল হয়েছে প্রমান দিতে প্রয়োজনে জাতীয় পত্রিকাগুলো দেখাবে। যাই হোক আমার জন্য মা দিবস প্রতি মুহুর্তে। "মা" যেন আমার জীবনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন। তারপরও বলি মা দিবস সার্থক হোক।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।