আমাদের কথা খুঁজে নিন

   

বাচ্চা দাঁত

জাফনার দাঁত পড়া শুরু হয়েছিল ২০১০ সালের জুন মাস থেকে। প্রথম দাঁত নড়ল, আমরা সে কি উচ্ছসিত। আমাদের ছোট্ট মেয়েটা আর ছোট্ট নেই, বড় হতে শুরু করল। সেই দাঁতটা এবং আরো একটা দাঁত পড়ে নতুন দাঁতও উঠে গেল। দু নম্বর দাঁতটা ডেন্টিস্ট এর কাছে যেয়ে তুলতে হয়েছিল।

ফিলিপিনসে। এরপর অনেক দিনের ব্যবধান। এরপর দাঁত নড়ল ২০১১ র শুরুতে। অষ্ট্রেলিয়া যাবার আগে আমি তড়িঘড়ি করে ডেন্টিস্টের কাছে যেয়ে দাঁত তুলে ফেললাম। নইলে দেখা যাবে অষ্ট্রেলিয়াতে আবার ডেন্টিষ্ট খুজতে হবে।

আমার পুচকি মেয়েটা ফোকলা একটা হাসিমুখ নিয়ে চলল অষ্ট্রেলিয়া। ফোকলা সেই মুখ এর হাসি অনেক মিষ্টি, অনেক সুন্দর। আমাদের এত ভাল লাগছিল বলেই কিনা কে জানে, সেই দুটো ফোকলা দাঁতের শূন্যস্থান পূরণে নতুন দাঁতের আর দেখা নেই। নেই তো নেই। মাস ছয়েক পরে দাঁত উকি দিল।

জাফনা সেটা ফিল করেই এসে আমাকে বলছে "আম্মু দেখ একটা বাচ্চা দাঁত উঠেছে"। আমি ভাবলাম বাহ বেশ ভাল নাম তো! "বাচ্চা দাঁত"। (এই ছোট ছোট কথাগুলো প্রতিদিনের অনেক আনন্দের খোড়াক দেয়। বড় হয়ে গেলে তো এত মজার মজার কথা আর বলবে না। মনে রাখার জন্যই শুধু ব্লগে লিখে রাখা।

শুধু আমার নিজের জন্যই) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.