আমাদের কথা খুঁজে নিন

   

উচিত কথার উচিত জবাব

ফেসবুকে বর্তমান সময়ের কিছু জনপ্রিয় ডায়লগ এবং সেগুলোর বিপরীতে আমার সমুচিত জবাবঃ *তুই মুড়ি খা (মুড়ি কেনার টাকা কি তোর বাপে দেবে?) *মাইরালা আম্রে মাইরালা (মরার আগে তোর গার্লফ্রেন্ড আর ফেসবুক আইডিখান আম্রে দিয়ে যাস) *আ'ম ব্লকড, অ্যাড মি, আ'ম বেস্ট লাইকার (তোরে জুকার ভাইয়েরই সহ্য হইল না, আমগো কেমনে হবে?) *লুল রে লুল (আর লুলের মা রে বাপ) *আপনি মানুষ না আম্লিগ/বিম্পি? (মুই যাই হই, অন্তত তোর মত ছাগু না) *অছাম সালা (রাখ তোর শালা, বিয়া করলে আমার শালীও হবে) *কস কি মমিন? (সবাই কইবার পারে আর মমিন কইলেই দোষ? মমিনের কি বাক স্বাধীনতা নাই?) *পোস্ট ভাল্লাগলে লাইকের বন্যা চাই (ফেসবুকটারে উত্তরাখণ্ড বানাইবার পায়তারা করস?) *এই কথা শুনার আগে আমার ওপর ঠাডা পড়ল না ক্যান? (তোর মত গাধারে যমেরও অরুচি) *জয় বাংলা, অমুকরে সামলা (তুই আগে নিজের প্যান্ট সামলা) *ভাল তো, ভাল না? (এক ডায়লগ শুনতে শুনতে কানডা পইচা গেল, ভাল হওয়ার কি কিছু বাকি আছে) *আম্রে কেউ ট্যাগাইবেন না (সেলিব্রিটি হওয়ার প্রথম ধাপে আছস, তোর এখনো মেলা পথ চলা বাকি) *লাইক দিমু ক্যান, লাইক কি বাংলালিংক দামে পাইছ? (লাইক কেনই বা দিবি, তোরা তো কিপ্টারও অধম। পারস খালি ভাব মারতে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.