আমাদের কথা খুঁজে নিন

   

ভারতে বছরে ১৪ হাজারের বেশি কৃষক আত্মহত্যা করেন

ভারতের মহারাষ্ট্র,অন্ধ্রপ্রদেশ ও কেরালা রাজ্যে তিন মাসের কম সময়ের মধ্যে ৭৭৮ জন কৃষক আত্মহত্যা করেছেন। এ নিয়ে ১৯৯৭ সালের পর থেকে এ পর্যন্ত দেশটিতে প্রায় দুই লাখ কৃষক আত্মহত্যা করেছেন। এ পরিসংখ্যান অনুযায়ী ভারতে গড়ে প্রতি বছর ১৪ হাজার কৃষক আত্মহত্যা করেন। কীটনাশকসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি,ঋণের চাপ তথা দারিদ্রের কারণেই এদের বেশির ভাগ আত্মহত্যা করেন বলে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। চলতি বছরের অক্টোবরের পর থেকে মহারাষ্ট্রে ৬৮০ জন এবং অন্ধ্রপ্রদেশে ও কেরালাতে ৯৮ জন কৃষক নির্মম এ পথ বেছে নিয়েছে।

ভারতের মানবাধিকার কমিশন এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে, গণমাধ্যমের প্রতিবেদন সত্য হলে দরিদ্র কৃষকদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হবে। ভারতের দরিদ্র কৃষকদেরকে কৃষি সরঞ্জাম কেনার জন্য ঋণ নিতে বাধ্য করা হয়। কিন্তু সময়মতো ঋণ পরিশোধ করতে না পারলে ঋণদাতারা নানাভাবে চাপ দিতে থাকেন। এ কারণে অনেক কৃষক তার বাস্তুভিটা পর্যন্ত বিক্রি করতে বাধ্য হন। কেউ কেউ আবার ঋণদাতা প্রতিষ্ঠান বা ব্যক্তির চাপে আত্মহত্যা করেন।

মহাজনদের কাছ থেকে উচ্চ সুদের হারে ঋণ নিয়েও অনেকে সর্বশান্ত হন। # ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.