আমাদের কথা খুঁজে নিন

   

বসুন্ধরার ধাপ্পাবাজি!!!

মানুষ আমি আমার কেন পাখির মত মন.... কাল ছুটির দিন ছিল সেজন্য সকাল সকাল না উঠে বেলা ১১ টায় ঘুম থেকে জাগলাম। সকালে অনেকগুলো পত্রিাকা দেখি। এর একটি হচ্ছে বসুন্ধরা গ্রুপের বাংলাদেশ প্রতিদিন। এর প্রথম পাতায় একটি এ্যাড দেখলাম। এর বিষয় হলো যে বসুন্ধরা সাভারের হেমায়েতপুরে একটি হাউজিং করছে যেখানে মধ্যবিত্তদের নাগালে কম দামে জমি দেয়া হচ্ছে।

শুধু এ্যাডই নয়। একটি খবরও দেখলাম যার একটু নিচে দিচ্ছি। Click This Link "মেলায় আগত সরফরাজ আলী নামের একজন ক্রেতা জানান, বসুন্ধরা গ্রুপ আবাসন শিল্পে অনেক পুরানো ও ঐতিহ্যবাহী নাম। তাই প্লট বা ফ্ল্যাট_ যেটিই হোক মানুষ আগে বসুন্ধরার কথা চিন্তা করে। আমিও প্লট কিনব বলে ভাবছি।

তাই বসুন্ধরার স্টলে এসে খোঁজ নিচ্ছি। দাম শুনে মনে হচ্ছে মধ্যবিত্তদের জন্য বেশ ভালো অফার রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিষ্ঠানটি এবার মধ্যবিত্তদের জন্য 'বসুন্ধরা গ্রিনসিটি' নামে একটি নতুন প্রকল্প নিয়ে এসেছে। এ প্রকল্পের অধীনে বসুন্ধরা যে প্লট বিক্রি করছে তা মধ্যবিত্তদের সম্পূর্ণ নাগালের মধ্যে। মেলা উপলক্ষে দীর্ঘমেয়াদি এবং সহজ কিস্তিতে অত্যন্ত কম দামে ক্রেতাদের কাছে বিভিন্ন আকারের প্লট বিক্রি করা হচ্ছে।

" খবরটি দেখে ছুটে গেলাম রিহ্যাবের মেলায়। ৫০ টাকার টিকিট করে মেলায় ঢুকে বসুন্ধরার স্টল খুজে যখন তাদেরকে তাদের নতুন প্রোজেক্ট সম্পর্কে জিগ্গেস করলাম তারা যা জানালো তাতে আমার আক্কেল গুরুম। তাদর কথা হলো যে, এ সম্পর্কে তাদের কাছে কোন তথ্য নেই। এ সম্পর্কে জানতে হলো তাদের হেড অফিসে যেতে হবে। তাহেল আমার প্রশ্ন হলো মেলায় তারা কি করছে আর পত্রিকায় কেনই বা এসব লিখছে।

আজ আবার তাদের আরেকটি পত্রিকায় একই নিউজ দেখলাম। Click This Link মেলায় আগত সরফরাজ আলী নামের একজন দর্শনার্থী এবং আগ্রহী ক্রেতা বলেন, 'বসুন্ধরা গ্রুপ আবাসন শিল্পে অনেক পুরনো ও ঐতিহ্যবাহী নাম। তাই প্লট বা ফ্ল্যাট যা-ই হোক না কেন, মানুষ আগে বসুন্ধরার কথা চিন্তা করে। আমিও প্লট কিনব বলে ভাবছি। তাই বসুন্ধরার স্টলে এসে খোঁজ নিচ্ছি।

দাম শুনে মনে হচ্ছে মধ্যবিত্তদের জন্য বেশ ভালো অফার রয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, প্রতিষ্ঠানটি এবার মধ্যবিত্তদের জন্য বসুন্ধরা গ্রিনসিটি নামের একটি নতুন প্রকল্প নিয়ে এসেছে। এ প্রকল্পের অধীনে বসুন্ধরা যে প্লট বিক্রি করছে, তা মধ্যবিত্তদের সম্পূর্ণ নাগালের মধ্যে। সাভারের হেমায়েতপুরে ধলেশ্বরী নদীর তীরে এ প্রকল্প ডিটেইল এরিয়া প্ল্যানের (ড্যাপ) আওতামুক্ত। মেলা উপলক্ষে দীর্ঘমেয়াদি এবং সহজ কিস্তিতে কম দামে ক্রেতাদের কাছে বিভিন্ন আকারের প্লট বিক্রি করা হচ্ছে।

আরো বিভিন্ন লোকেশনে বসুন্ধরার প্লট বরাদ্দ চলছে। আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা দেশের একটি শীর্ষস্থানীয় হাউজিং কোম্পানী। লোকে আপনাদেরকে বিশ্বাস করে। দয়া করে পাবলিকের সাথে এসব ধাপ্পাবাজী বন্ধ করুন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.