আমাদের কথা খুঁজে নিন

   

বসুন্ধরার ভস্মীভূত ছাইয়ের স্তূপে অক্ষত কোরআন শরীফ


বসুন্ধরার অগ্নিকাণ্ডের লেলিহান শিখা পোড়াতে পারেনি মহাপবিত্র গ্রন্থ আল কোরআন। গতকাল ভস্মীভূত ছাইয়ের স্তূপ সরানোর সময় সম্পূর্ণ অক্ষত অবস্থায় ১৮ তলা থেকে এ পবিত্র গ্রন্থটি উদ্ধার করা হয়েছে। বসুন্ধরা কর্পোরেট অফিসের ১৭, ১৮ ও ১৯ তলার সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। গত কয়েকদিন ধরে এসব ময়লা সরানো হচ্ছে। গতকালও এ কার্যক্রম চলছিল।

একপর্যায়ে ছাইয়ের স্তূপের ভেতর থেকে অক্ষত অবস্থায় একটি কোরআন শরীফ উদ্ধার করা হয়। বসুন্ধরার সহকারী মহাব্যবস্থাপক এম জেড হোসেন আরজু জানান, আগুনের তাপে কোরআন শরীফের একধারের সাদা অংশ কিছুটা কালচে দাগ হয়েছে। তবে লেখার কোনো ক্ষতি হয়নি। বসুন্ধরার কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, আল্লাহর অশেষ মেহেরবানীতে পবিত্র এ গ্রন্থটি রক্ষা পেয়েছে। তিনি জানান, তার ৭ তলার অফিসের র‌্যাকে রাখা কোরআন শরীফটি একনজর দেখতে অনেকেই ভিড় করছে।

রাখে আল্লাহ মারে কে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.