আমাদের কথা খুঁজে নিন

   

আপনাকেই খুঁজছে পাকিস্তান

আমি নতুন কিছু লিখবো আপনি কি... ১. মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা ৩০ লক্ষ নাকি ৩ লক্ষ - তা নিয়ে সন্দিহান? ২. মনে করেন যে মুক্তিযুদ্ধ নিছকই ভারতের পাকিস্তান দখলের ষড়যন্ত্র? ৩. যুদ্ধাপরাধীদের প্রসঙ্গ নিয়ে অযথাই বাড়াবাড়ি করা হচ্ছে বলে মনে করেন? ৪. অথবা যুদ্ধাপরাধীদের বিচার চান, কিন্তু এর থেকেও অনেক গুরুত্বপূর্ণ সমস্যার আশু সমাধানের দাবি তোলেন? ৫. 'বাঙালি' না, 'মুসলিম বাঙালি' হিসেবে নিজের পরিচয় দিতে স্বচ্ছন্দবোধ করেন? ৬. '৭১-এ যা হয়েছে তা পাকিস্তান সেনাবাহিনীর দোষ, সাধারন জনগণ পুরো ব্যাপারে অজ্ঞ ছিল বিধায় শান্তির হাত বাড়াতে চান? ৭. স্বাধীনতার ৪০ বছর কেটে যাওয়ার পরও বাঙালির অবস্থার উন্নতি হয়নি, তো পাকিস্তান আমলে কী এমন খারাপ ছিল - এমন ধারণা পোষণ করেন? ৮. মুক্তিযুদ্ধের স্বপক্ষে কথা বলতে শুনলেই 'আওয়ামিপন্থী' ট্যাগিং দেয়ার জন্য আপনার মন উসখুস করতে থাকে? ১০. খেলা আর রাজনীতিকে আলাদা ভেবে পাকিস্তান সমর্থন করতে কুণ্ঠাবোধ করেন না, কিন্তু ভারত - পাকিস্তান খেলায় আপনার মুসলিম ভ্রাতৃত্ববোধ মাথাচারা দিয়ে ওঠে? ১১. জামাত-শিবির নেতাদের সততায় মুগ্ধ? ১২. '৭১-এর গণহত্যা প্রসঙ্গে ইতিহাসের অন্যান্য গণহত্যার পরিসংখ্যান তুলে ধরে একে লঘু করার প্রচেষ্টা চালান? ১৩. সৌদি আরবের তথাকথিত শরিয়াসম্মত শাসনব্যবস্থার নিরব সমর্থক? তাহলে অভিনন্দন, আপনাকেই খুঁজছে পাকিস্তান !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।