আমাদের কথা খুঁজে নিন

   

আপনাকেই বলছি!

অনেকের মাঝেও একা থাকা যায়, নি:সঙ্গতায় কারো অনুভব ছুঁয়ে যায় ...

এই যে শুনুন, আপনার কথা শুনেছি বেশ, আপনি নাকি মানুষ ভালো মনটা নরম তারপরেও সাদাকে সাদা আর কালোকে বলেন কালো! আপনার তো বিদ্যে-বুদ্ধি জগৎ জোড়া, বন্ধু অনেক, খ্যাতিও আছে আপনার সাথে যায় তুলনা! সাধ্যি বা কার ! দাঁড়ায় এসে ধারে-কাছে! শুনেছি, নামায পড়েন, রোজা রাখেন - আপনি কিঞ্চিত ধর্মভীরু দু'বার আছে ওমরাহ হজ্ব; অভিজ্ঞতা, আদর্শতে আপনি গুরু। গুছিয়ে বলেন - বাকপটু, ধৈর্য্য অসীম, আপনি আবার ভাল শ্রোতা, পড়তে নাকি ভালবাসেন- গল্প, কাব্য; উল্টেই যান বইয়ের পাতা। ব্যক্তিত্ব - দারুণ টানে, সঙ্গ পেলে ধন্য মানে অনেক লোকেই, হোক না জটিল- মুশকিল-আসান মন্ত্রমালা থাকে আপনার বুক-পকেটেই। হরহামেশা গুনগুনিয়ে হাজার গানের সুরের তালে বিভোর থাকেন, এক নিমিষে, সূক্ষ, গভীর দৃষ্টি দিয়ে মনের গভীরতা মাপেন। বলব কি আর! আপনার মত মানুষ পাওয়া চাট্টিখানি নয়, তবুও কোথাও খটকা লাগে, কোথাও যেন কিসেরই সংশয়! প্রদীপ তলায় আঁধার থাকে, বহু লোকেই বলে জানি, আমি নিছক কৌতুহলী, যদিও মানি আপনি মহান, জ্ঞাণী-গুনী।

আপনার মাঝে কোথায় যেন বৈসাদৃশ্য বিশাল রকম, ব্যাপারটা একটু জটিল, কোথাও বেশী কোথাও বা কম। একটু সূক্ষ দৃষ্টিভঙ্গি ধরতে পারে আপনার যত ছন্নছাড়া চিন্তাগুলো, একটুখানি ভাবলে পরে যাবেই বোঝা আপনি কত এলোমেলো। আপনি যা বলেন সবে, সেসব নীতি কমই মানেন নিজের বেলায়, কাজ ফুরোলেই মানুষ যত এড়িয়ে চলেন, হারিয়ে ফেলেন হেলাফেলায়। যতখানি নম্রভদ্র ভাবে লোকে, হৃদয় আপনার আসলে যে বড় কঠিন সুযোগ মত ব্যবহারে ধূর্ত আপনি, ভীষণ রকম তুলনাহীন। বন্ধুত্ব, ভালবাসা - আপনার কাছে খেলা শুধুই অবসরের, ইচ্ছে মত, যখন খুশী, ভেঙেই চলেন মন অপরের।

গ্লানি ছোঁয় না আপনাকে একদমই- স্বতঃস্ফূর্ত, খুব স্বাভাবিক, মাফ করবেন! ঠিক এখানেই নিন্দা জানাই, আপনাকে ধিক্! খেলতে পারেন ঠাণ্ডা মাথায়, আপনি পাকা জুয়াড়ী বটে অহংকারেই ডুবে থাকেন, ভীষণ রকম অস্থিরতা আপনারই দেহপটে। এতো কিছুর পরেও জানেন সবাই ভাবে আপনি ভাল খুব প্রবল প্রতাপের তোড়ে সত্যিগুলো দেয় যে কোথাও ডুব। আচ্ছা, আপনি কি বাতিকগ্রস্থ, মানসিক ভারসাম্যহীন? নাকি বলব কঠিন করে, সোজা বাংলায়- আপনি চরিত্রহীন। শিক্ষাদীক্ষায় জ্ঞান বাড়ে, বুদ্ধি বাড়ে, বিশাল হয় মন সবই থেকেও কেন তবে এমন করে বিবেক বিসর্জন! আর কিছু নয়, হঠাৎ যদি মনের ভুলেও, খুব একলায় জাগে একটু বোধ, বুঝে নেবেন সেদিন তবে কিসের ক্ষোভে কেউ কখনও নেয় যে প্রতিশোধ! খানিক না হয় ভয় রাখুন মনের মাঝে, ভুলটুকু স্বীকার করুন শেষ আরশে আর কতকাল এমন করে, আড়াল হবেন ভণ্ডামির ওই মুখোশে। ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।