আমাদের কথা খুঁজে নিন

   

আপনাকেই বলছি

আলোকিত জীবনের সন্ধানে হয়ত ডাকেনি কেউ তাই রূপকথা কি জানিনা আজও শুধু দূর থেকে দেখি আলোর মশাল; ভাবনার স্রোতে মিশে যায় শত সহস্র দিন নিয়তির বিষে সর্বস্ব নীল, ইতিহাসের পাতায় আইবুড়ো হাহাকার রাতভর শুধু দীর্ঘশ্বাস, নিষুপ্ত জনপদে একমাত্র ব্যতিক্রম। তার চোখে চিরাচরিত শীতল নদী আর আমার চোখে অবাক বিস্ময়। ঘর বাঁধি বরফের দেশে- অথচ রোমে রোমে টের পাই অচিন উষ্ণতা। এই যে- হ্যা আপনাকেই বলছি, বেশতো খোপায় লাগিয়েছেন আগুনরঙা ফুল রং-চং মেখে একেবারে সুচিত্রা সেন। তা দিনদুনিয়ার খবর কি কিছু রাখেন? কেউ কেউ যে পুড়ে যায়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।