আমাদের কথা খুঁজে নিন

   

আপনাকেই বলছি ...

মুহুর্তকে বিনোদন ভাবতে চাই!

আচ্ছা ! আপনার কি মনে আছে ? ২/৩ বছর আগের ঘটনা। বাজারে এসেছিল নতুন এক পানীয়, যা খুব দ্রুত পানীয় ভোক্তাদের দৃষ্টি আকর্ষন করেছিল। নামটা ঠিক মনে করতে পারছি না , হান্টার জাতীয় নাম হবে হয়তো। আপনার হয়তো মনে আছে। খুব দ্রুত ঐ পানীয়টি অনেকেরই প্রিয় হয়ে যায়।

কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই সরকারী ঘোষনায় ওটা আবার নিষিদ্ধ হয়ে যায়। টুপিওয়ালারা বাধ সেধেছিল যে, এই পানীয়তে এ্যালকোহল মিশ্রণ আছে। আর এ্যালকোহল আমাদের জন্য হারাম। সরকার মেনে নিয়ে তা বন্ধ করে দিল। টুপিওয়ালাদের সাথে সরকারেরও তীক্ষ্ণ দৃষ্টি ওই পানীয়টার দিকেই পড়েছিল।

বাংলাদেশের এমন কোন এলাকা নাই যেখানে মদ, গাঁজা, ফেনসিডিল ছাড়াও অন্যান্য ভয়ানক মাদকদ্রব্য খুব সহজে পাওয়া যায় না। সব এলাকাতে খুব সহজেই এইগুলো পাওয়া যায়, কিন্তু এটা ঐ টুপিওয়ালা ও সরকারের নজরে কি আসে না। আসে, কিন্তু তারা কি করে, যে সরবরাহ করছে বা বিক্রি করছে তাকে না ধরে ঐ স্পটের পাশে দাঁড়িয়ে থাকে যে সংগ্রহ করতে যায় অর্থাৎ সেবনকারীকে ধরার জন্য। কেনরে বাবা, যারা সরবরাহ করছে তাদের সরবরাহ বন্ধ করে দিলেই হয়, কিন্তু তারা এটা কখনোই করে না বা করবে না। যখন ঐ পানীয়টির সহজলভ্যতা ছিল ঠিক ঐ মুহুর্তে গাজা ও ফেনসিডিল ব্যবসায়ীদের বাজার মন্দা যাচ্ছিল।

খুব দ্রুত ঐ পথের যাত্রীরা দুধের সাধ ঘোলে মেটানোর চেষ্টা করছিল। আমার মনে হয় এটা তাদেরও একটা কারসাজি হতে পারে। ঐ মাদক ব্যবসায়ীদের বাজার মন্দার কারণে তাদের এটা একটা কৌশল ছিল। চলবে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।