আমাদের কথা খুঁজে নিন

   

নদীর উপর দিয়ে কার রেসিং

ভুল করেছি,প্রায়শ্চিত্য করবো না, তা তো হয় না আমরা ocean racing, মরুভূমিতে রেসিংয়ের কথা শুনেছি এবার আরও একটি নতুন চমক, চীন এই শীতে প্রথমবারের মত সফলভাবে শুরু করল কার রেসিং কনটেস্ট. চীন-রাশিয়া সীমান্তে heihe শহর থেকে Mohe শহর অবধি হেই-লোং-জিয়াং নদীর উপর ১৭০ কি.মি. ট্র্যাকিংয়ে মোট ৮টা লুপ অতিক্রম করতে ১১ দিন লেগেছে প্রতিযোগিতায় অংশ নেয়া ২০ টি টিমের. ২০ টি কারে ৪০ জন রেসার ছিল এরমধ্যে ১জন চৈনিক মহিলাও ছিল. চৈনিক, রাশানদের আলাদা আলাদা টিমও ছিল আবার যৌথও ছিল. জয়ী হয়েছে এক sino-russia টিম এই এলাকার টেম্প -৪০ ডিগ্রী হওয়ায় নদীর উপরের স্তরের পানি বরফ হয়ে যায় এবং সেটা অনেক পুরু হয় এছাড়াও তুষার তো আছেই. গাড়িগুলো যখন এর উপর দিয়ে চলে তখন তুষার এমনভাবে উড়ছিল যেন মরুভূমির বালু এই রেসে অবশ্য একটু ভিন্ন নিয়ম, গাড়ি উল্টে যাওয়া/ বরফ-তুষারে আটকে যাওয়া মানে সে আউট নয়, রেকার এসে সেটাকে উদ্ধার করার পর পুনরায় রেসে অংশ নেবে, বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর পয়েন্ট আছে. মোট পয়েন্টের উপর ভিত্তি করেই জয়ী হওয়া. গাড়ি নষ্ট হলে তা মেরামতের পর পুনরায় চলা শুরু করে. একটা গাড়ী বরফ স্তর ভেঙ্গে আধেকটা ডুবে গিয়েছিল তখন অনেক বড় একটা রেকার এসে উদ্ধার করেছে. এই রেসের সবচেয়ে বড় সমস্যা নদীর উপরে সব জায়গায় বরফের পুরুত্ব সমান নয়, হঠাৎ করেই কোথাও চোরাবালির মত বের হয়ে গেলে গাড়ি ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে চীনা CCTV-4 এই ১১ দিনব্যাপী রেসের উপর একটি ডকুমেন্টারি গতকাল প্রচার করেছে আমি একদিন এই হেই-লোং-জিয়াং নদীর একপাশ থেকে অন্যপাশে হেঁটে অতিক্রম করেছিলাম, ২৫ মিনিট লেগেছিল. ইট্টুসখানি প্রোবলেম হল মাঝে মাঝে বরফস্তর খুব পিচ্ছিল হয় তখন ধপাস করে পড়েছি, আর মাঝে মাঝে scratch দেখে ভয় লাগে মনে হয় এই বুঝি বরফের চাক ভেঙ্গে যাবে তখন নদীর জলে ডুবি জীবন যৌবন সব পানিতে তলাবে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.