আমাদের কথা খুঁজে নিন

   

অবাস্তব

অনেকটা অন্ধকার হেঁটে এসেছি একা...অনেকটা সময় ভিজেছি বৃষ্টিতে... পেছন ফিরে তাকিয়েছি অসংখ্যবার... হয়তো কিছু ফিরে পেতে চেয়েছি, হয়তো শুধু শুধুই কাউকে খুজেছি... অন্ধকারটা সয়ে গিয়েছে এখন অনেকটা... পৃথিবীর সময়ের দিনটা এখন, আশ্চর্য অজানা...দুঃস্বপ্ন যেন... চেনা মানুষ গুলো এখন বাস্তবতায়, অজানা অবয়ব শুধু... নিশাচর শীতের রাতে কুয়াশায় ভেজা একটা রাস্তা, খালি পায়ে চলে এসেছি অনেকটা দূরত্ব... শুধু অতীতের ‘তুমি’ কে আমার সঙ্গে নিয়ে... রাস্তার নিয়নগুলো নিঃসঙ্গ, নিশ্চল দাড়িয়ে থাকে...কিছু বলতে থাকে... চাঁদের নীল আলোয় ঝাপসা একটা কুয়াশা ঠায় দাড়িয়ে, নীলচে জ্যোৎস্নালোয় কুয়াশাটায় এক স্বপ্নময় উষ্ণতা জড়ানো... নীলাভ একটা ধোঁয়াশা চারিদিকে... হঠাৎ করেই রাতের জড়তা ভেঙ্গে একটা শহুরে যন্ত্রযান ছুটে যায়, সময় জড়িয়ে... মানুষটা ফিরে যাচ্ছে আপন নীরে, স্বপ্নেরা যেখানে জাল বুনে আছে... পথ চেয়ে আছে কেউ তার জন্যে... আপন মানুষটা জানালার পাশে বসে থাকে, নিশ্চুপ... নীরবতার মাঝে ঘড়ির কাঁটার সময়ের অন্য প্রান্তে যাত্রার চিরন্তন শব্দ ... আমি আমার আন্ধকারে হেঁটে চলি অনেক দূর... উত্তরের স্বপ্নভেজা বাতাসে গা হিম হয়ে আসে... ইচ্ছে করে তোমার সাথে কথা বলতে, ইচ্ছে করে তোমার হাত ধরে দিগন্তের ওপারে, যেখানে কেউ আমাদের চিনবেনা সেখানে নিয়ে যেতে... কিন্তু বাস্তবতা পথ আগলে দাড়িয়ে থাকে... শহরের ব্যাস্ততায় জীবনটাকে মিশিয়ে তোমার অস্তিত্ব ভুলে যেতে চাই কখনো কখনো, সম্ভব হয়না কখনো... বারবার সামনে এসে পড় তুমি... ইচ্ছে করে তোমায় নিয়ে রাতের শহরে হারিয়ে যেতে, তোমায় নিয়ে পালিয়ে বাঁচতে... মাঝে মাঝে মনে হয় তুমি আমার পাশে আছো...হাতটা ধরতে গিয়ে থেমে যাই... স্বপ্ন তুমি, আমার নাগালের বাইরে তুমি, তোমাকে অনুভব করা যায়, অনুধাবন না...তুমি অসম্ভব, আমার জন্যে... তোমাকে আর কোন দিন বলবোনা ভালবাসি, বলতে চাইলেও পারবোনা আর কখনো... অনেকটা দূরত্ব এখন তোমার আমার মাঝে... শুধু জানবো হারিয়ে ফেলেছি...শুধু খুঁজে ফিরবো আজীবন... কারণ অনেক ভালোবাসি...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।