আমাদের কথা খুঁজে নিন

   

উপস্থিত বুদ্ধি

i want to live simple and die simple সম্ভবতঃ ক্লাস এইট/ নাইন বা এরকম ছোটবেলার ঘটনা। আমার এক বন্ধু বললো কি একটা ফরম তুলতে হবে তাই বাসা হতে একটু দুরে ব্যান্কে যেতে হবে। তখনকার বয়সের যে হুজুগ -একটু ঘুড়ার চান্স পেলে লোক জুটতে বেশি সময় লাগতো না । আমি সহ আরো দুইজন জুইটা গেলাম । ওই বন্ধু ছাড়া বাকি তিনজনে গোপনে ষড়যন্ত্র করে নিলাম যে , ব্যান্কের কাজ শেষে ওর ঘাড় ভাইংগা খাইতে হইবো ।

( আমরা মনে করেছিলাম বাসা থেকে যেহেতু ওকে ফরম কিনতে পাঠাইচে তাই নিশ্চয় পর্যাপ্ত মাল- পানি দিয়া ই পাঠাইছে ) । কাজ শেষে তাই প্লানমতো ওকে বল্লাম - রেস্টুরেন্টে ঢুকতে । ব্যাটা মনে করছে আমি খাওয়াবো তাই সহজেই ফাঁদে পা দিলো । খাওয়া শেষে যখন ওকে বল্লাম - বিল দে । ও আকাশ থেকে পরলো - আমার কাছে তো বাসায় যাবার ভাড়া ছাড়া আর টাকা নাই ! এবার আমরা ফাঁপড়ে - ক্যান তোরে বাসা থিকা ফর্মের টাকা দিসে না ? বন্ধু - আরে ওই ফর্মের দাম তো মাত্র ৫ টাকা ।

আর লগে শুধু যাওয়া আসার ভাড়া দিছে ! বিপদ ! দ্রুত সবাই নিজেদের পকেট জরিপ করে দেখলাম সবার টা মিলিয়ে টেনে টুনে অর্ধেক বিল মেটানো সম্ভব। উপায় ? উদ্ধার করলো ওই ব্যাটা ই ( ব্যাটা ফিচলে বুদ্ধির ওস্তাদ ছিলো )। বস্ִ ,এই বলে সে বাইরে চলে গেলো এবং একটু পর এসে স্মার্টলী বিল চুকিয়ে দিলো । আমরা তো গালী - শালা কিপ্টা, টাকা কি ইয়ের (টুট… ) ভিতর লুকাইয়া রাখসিলা। আসলে যা হয়েছিলো তা হলো আমাদের বসাইয়া রেখে সে বাইরে গিয়া রিক্সা ঠিক করসে বাসায় যাবার জন্য , আর রিক্সা ওয়ালা এর কাছ থিকা বিলের টাকা টা ধার করছে ।

পরে বাসায় গিয়ে রিক্সা ওয়ালা এর টাকা ফিরিয়ে দেয়া হয় । ওর উপস্থিত বুদ্ধির জন্য বিব্রত হওয়া থেকে বেঁচে যাই সেদিন আমরা । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.