আমাদের কথা খুঁজে নিন

   

পড়ার ছড়া

প্রেম বড় অদ্ভূত স্ববিরোধ শুয়ে থাকে আনাচে কানাচে আমি পড়ি তুমি পড় সেও পড়ে জানি রে কত শত পড়া আছে ছন্দেতে আনি রে কেউ পড়ে গ্রামে আর কেউ পড়ে সিটিতে কেউ পড়ে কলেজেতে কেউ ভার্সিটিতে সকালে ও সন্ধ্যাতে পড়ে খুকু খোকারা পড়ার সময়ে পড়া ফাঁকি দ্যায় বোকারা আমিও বোকার দলে ঠিকঠাক পড়ি নাই জীবন হোলো না গড়া ভেবে গড়াগড়ি খাই তাইতো তোমাকে বলি পড় সোনা যাদুরে পড়ার বয়স নাই জেনে পড়ে দাদুরে দাদু পড়ে নানা পড়ে, পড়ে মামা চাচারা পড়ার ব্যাপারে তুমি হইওনাতো গা ছাড়া ক্লাশের পড়ার চাপে মুখ গেছে শুকিয়ে তাই কি খাতায় তুমি ছবি আকোঁ লুকিয়ে? ছবি যদি ভালো হয় আকাঁআকিঁ বিচারে ভালোবাসা দেবে জানি সব ভালো টিচারে পরীক্ষা থাকে যদি যুক্তি অকাট্য মনোযোগ দিয়ে পোড়ো তোমার যা পাঠ্য বিদ্যালয়ের পড়া সেতো নয় মন্দ তার বাইরেও থাকে পড়ার আনন্দ এই ফাঁকে ব’লে রাখি আরেকটি নীতিও পড়ুয়ার কাছে নেই প্রথম বা দ্বিতিয় পড়ে জ্ঞান আহরনে কাল নাই দেশ নাই যত পড়া তত জানা জানার তো শেষ নাই প্রাথমিক থেকে তুমি পড়ছো তো বি.বি.এ কিছুটা তো গিলে পড়া কিছুটা কি চিবিয়ে? চিবিয়ে চিবিয়ে পড়া কী যে অপছন্দ ভালোবেসে পড়ে নিও জানার আনন্দ পড়ে পড়ে জেনে নিও রবীন্দ্রনাথকে মাটি ও মানুষ আর সূর্য ও চাঁদকে পড়ে নিও সুকান্ত কবি কাজি নজরুল বুঝে নিও জীবনের সব ভালো সব ভুল আর যদি হও তুমি খুব ছড়া পড়ুয়া পড়ে নিও আমাদের সুকুমার বড়ুয়া আরো পোড়ো খুব প্রিয় সুকুমার রায়কে ছন্দ ছড়াতে তার মত আছে হায় কে? এতো যে পড়ার ভীড়ে ভেবে দ্যাখো অদ্ভূত আমার ছড়াটি পড়া হোলো শেষ ধুৎ ধুৎ রেখে দেই এইবার পড়া নিয়ে ছড়াটি মনোযোগ দিয়ে পড় দরকারি পড়াটি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।