আমাদের কথা খুঁজে নিন

   

ভাঙ্গনের গান (ঢাকা ভাগ নিয়ে কবিতা)

আমার ব্লগ পরিদর্শনে আপনাকে স্বাগতম! খন্ড খন্ড আমার স্বপ্নগুলো তোমাকে দিলাম তুমি এলোচুলে গুজে দাও অখন্ড ভালবাসার উপদান! তবু খন্ডিত ইতিহাসের পথে আমায় নিয়ে গিয়ে বিখন্ডিত করো না ভালবাসার অর্ঘ্য। আমার একটাই মন! যত খন্ড বিখন্ড বিশৃঙ্খলা তুলে রাখো এবার পথে নামো এসো দেখ তুমি আমি মিলে গেছি এক অদ্ভূত বাঁধনে! তোমার যে পথ সে পথে আমিও যাব চলে! দু'জনার দুটি পথে দু'জন কতকাল হাটব একা একা? তুমি পারবে ? বলো পারবে একা হেটে যেতে তোমার স্বপ্নের কাছে? যদি যেতে চাও, যাও সবকিছু ভেঙ্গে দিয়ে এভাবে চলে যেও না! যাবেই? যাও। তোমার এলোচুলে গুজে দেওয়া আমার স্বপ্নগুলো ফিরিয়ে দাও। আমি একা একা হেটে যাবো এলোমেলো স্বপ্নের কাছে! *ঢাকা দু'খন্ডিত হয়ে গেছে। বোধহয় এতে কারও কারও মনও ভেঙ্গে গেছে তারই সঙ্গে! বিশেষত: যারা ঢাকাবাসী অনেককাল (৪০০ বছরের ঐতিহ্য আছে ঢাকার) তাদের। কিছুই করবার নেই এই অধমের! শুধু একটু শান্তনার যোগান দেবার প্রত্যাশায় ঢাকা বিভাজনের বিরোধিতা এবং ব্যথাহত হৃদয়ে শান্তনার বার্তা স্বরূপ এই কবিতাখানি উৎসর্গ করলাম!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.