আমাদের কথা খুঁজে নিন

   

ভাঙ্গনের খেলা


ভাঙ্গনের খেলা সবুজে রৌদ্র করোটিতে বিধ্বস্ত নীলিমা তটীনির জল করে কোলাহল ভেঙে যায় তীর ভেঙে নিয়ে যায় তারে দূরে শুধু ভাঙনের খেলায় নতুন মাত্রা বর্ষণমুখর দিনে কিংবা ঘূর্ণিঝড়ে স্রোতস্বীনি সে শুধু ভেঙে যায় যতক্ষণ শক্তি আছে সে ভাঙাতেই নতুন কিছু গড়ে তার শক্তিহীনতায় পলি সঞ্চয় হয় নতুন চর জাগে। সেখানে সবুজেরা ভীড় করে সেখানে প্রাণের ছোঁয়া লাগে প্রাণে সেখানে পাখিরা গায় সেখানে কপোত কপোতি গোপন অভিসারে। তারাও ভেঙে ছিল ভ্রান্ত এক জোড়া সম্পর্কের নব টানপোড়নে তারপর বেঁধেছে নতুন জুটি নব যৌবনের রাগে ভাঙনের খেলায় কে ভাঙে কার ঘর। এ মায়াভূমে সবই মায়া ঘেরা জানা নাই কে আপন কে বা পর। ভাঙনের খেলায় সঞ্চয়িতা তুমি গড়েছো নতুন ঘর।

। সেই ঘরেতেই গড়বে তুমি স্বপ্ন রঙিন বাসর। তটিনী শান্ত হও সৌম্য হও গর্জিওনা আর শক্তিহীন হও নিরব নিথর হও এখন সঙ্গম কাল আষ্ট্রেপৃষ্ঠে বেঁধে একেবারে নিশ্চুপ। । এখনে করিব আবাদ ভেঙে ভেঙে শক্ত মাটির চাকা আলগা করে এখনে বীজবপন এখনে ভাঙনের খেলা এখনে ভেঙে ভেঙে নব সৃষ্টির লীলা।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.