আমাদের কথা খুঁজে নিন

   

ভাঙ্গনের শব্দ আমার

এই ব্লগের সব লেখা কপিরাইট সংরক্ষিত

(ম্যায় হুঁ আপনি শিকস্ত কি আওয়াজ - গালিব) চুলের গভীরে বাসা বেঁধেছে ভয়ানক দুশ্চিন্তার উকুন শরীরের প্রতি ভাঁজে লুকিয়েছে ধূসর জমিন একটানা বেজে চলে হৃদপিন্ডের তালহীন লয়হীন সংগীত কামড়ে ধরা সিকিতে জমতে থাকে বাদামী মলিন গাঁদ, জীবনের সামান্য আশ্বাস। স্বপ্ন সব ছিড়ে ফেলে আমারি আপনজন, অসংখ্য শব্দের ভেতরে মুখ থুবড়ে পড়ে থকে সুমধুর শব্দ, ভালোবাসা ! যাকে দেব জীবনের বীজ, সেই জন, তীব্র উপেক্ষায়!! তুলে নেই দুই হাতে অসংখ্য নেশার বড়ি, কেটে ফেলি নিজহাতে নিজের ফ্যাকাশে ত্বক, সর্বনাশা। রাতের বুক চিরে, যানবাহনের মতো আমি চলি আমার গন্তব্যে, হর্ণ দেয় দীর্ঘশ্বাস। সকালের শুরুতে দেখি পড়ে আছে এক চোখে আগুন ঠেসে ধরে ইউলিসিস এর দানব পড়ে আছে যুবকের লাশ। ঘষা কাঁচের মতো চোখের মনিতে দেখি তার নিষ্ঠুর হাসি। ডুকরে ওঠা কান্নার শব্দ আর জলের মাঝে ডুবে যাই। স্বপ্নরা নশ্বর, ভালোবাসা ভাঙ্গে শুধু ভাঙ্গে। আর অসংখ্য সুখী মানুষের ভীড়ে আমি একা, একা ! একা বসে থাকি ভেঙ্গে যাই কানে শুধু আমার শরীর ভেঙ্গে জেগে ওঠা ভাঙ্গনের শব্দ শুনি। * এটা ১৯৯০ এ লিখেছিলাম, প্রথম কবিতা.. একজন মাদকাসক্তকে দেখার পর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.