আমাদের কথা খুঁজে নিন

   

দুটি ছড়া।

http://www.somewhereinblog.net/blog/Paranoid প্রায় দেড় যুগ আগের লেখা। একটা কম্পিটিশন এর জন্যে। তবে পুরাই বিফল হৈসি (১) অতুলের বাবা নিধুরাম সেন। খুব বেশি বড় নিজেকে ভাবেন। অতুলের কাকা ঝাঁকা ভরা আছে তার বইয়ের ডিবা! চাইলেই বলে, ফেরত কি দিবা? অতুলের মামা আব্দুল খালেক বড় ডিমপ্রিয় যত বেশি চাই, কাউন্টডাউন ৩,২১ অবশেষে আমাকে দেয় আদ্ধেক! এত বড় জ্! কাকা, মামা অতুলটা ভাবে সব্বাই বোকা! (২) কাক আর কোকিলের ভাব ছিলো বেশ, তাই দেখে হিংসায় ফাঁদ আতে মেষ কাকের বাসায় গিয়ে বলে ওহে ভায়া! কোকিলটা বলে তুমি নাকি বেহায়া! কূচক্রী হেসে কোকিলের কাছে যায় কোকিলের কথা শুনে কপাল চাঁপড়ায়! কালোরাই ভালো আছে ডেমোক্রেসি সাক্স।' এ মিশন বাদ দিলে আমি পড়ে নেব মাক্স। সবুজ বনানীর পাড়ে আমাদের বাস গুরু কোনদিন কর্মদামের জলোদাম দিবে। আমি হাতে থাজ আমি, যদিও ভালো লাগে না!' বশেষ করে পড়ব, ভয় কগে! যদি প্লাবমের বিষশ্ রামের বাকি জীবনে দোবোন জন্যে মা


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।