আমাদের কথা খুঁজে নিন

   

দুটি ছড়া



শীতের হাওয়া আবুর ছেলে সাবুমিয়া সারাক্ষণই খনখনায় থালা-বাটি চায়ের চামচ মেঝেয় ফেলে ঝনঝনায়। গুনগুনাগুন পুনপুনাপুন মাছির মতো ভনভনায় শীতের হাওয়া লাগলে পরে চুপটি করে কনকনায়। আকাশ ভরা তারার আলো ধঞ্চে ডাটা ফনফনায় আবুর ছেলে সাবুমিয়া সারাক্ষণই খনখনায়। কাল নয় আজ কাল নয় আজ করে ফেলো কাজ কাজকামে ফাঁকি হলে হিসাবটা বাকি হলে পাবে পরে লাজ। কাল নয় আজ করে ফেলো কাজ কাজ করে সাজ করে সবকিছু ভাঁজ করে পরো শিরে তাজ। কাল নয় আজ হও মহারাজ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।