আমাদের কথা খুঁজে নিন

   

আমার যে দুটি মন্তব্য (দুটি ব্লগে) ব্লক করা হয়েছে

ঈসাপাখির কথা কমুনা, মিছাপাখির কথা কমু।

প্রিয় গেওর্গে আব্বাস আপনি আমার মন্তব্য মুছে দেবেন অথবা ব্লক করবেন এতে অবাক হওয়ার কি আছে। আপনারা স্পেইস সৃষ্টি করেন সবাই তা পারে না, আপনারা মুক্তচিন্তার মুক্তবুদ্ধির মানুষ মন্তব্য মুছে না দিলে ব্লক না করলে আপনাদের মুক্তচিন্তা বা স্পেইস সৃষ্টি কি ভাবে হবে। তবে দুঃভাগ্য নিকে নিকে বাতালাপ বেশীদূর এগোল না, আপনি যদি আবারো শুরু করতে চান আমি প্রস্তুত। আর মূর্খ/পামর তা আপনি বলতেই পারেন তৃতীয় বাংলার সাহিত্যমহলে আপনার মূর্খতা তো সর্বজনবিদিত।

ভাই আয়নায় (অপরের আয়নায় নয় নিজের আয়নায়) নিজের মুখ আরেকবার দেখুন। দিব নিকের মালিক আহমদ ময়েজ তা তো কখনো দাবী করা হয়নি (আহমদ ময়েজ সস্তা জনপ্রিয়তার কাঙ্গাল নন তা আপনার ভালো জানা থাকার কথা, কারণ আপনারা মায়ের পেটের ফ্রেন্ড ছিলান)। আপনার/আপনাদের ডাবলস্ট্যান্ডার্ড বা কপটতার সামান্য কিছু কাহিনী কিছুটা জন সমক্ষে চলে আসায় আপনার যে ঘুম হবেনা তা দিব নিকের আড়ালের লোকটি জানেন। আর মূর্খ বাহিনী নিয়ে ঝাপিয়ে পড়ার কথা বলছেন ভাই চোখ খুলে শামস নুরের ব্লগ ঘুরে আসুন, তৃতীয় বাংলার শ্রেষ্ঠ কবি ও তার ব্যাঙাচিদের (আপনি সহ) লাফালাফি ভালোই দেখতে পাবেন। শামস নুরকে মুছে দেয়ার অনুরোধ করছেন কেন চাবি তো আপনার এবং তৃতীয় বাংলার শ্রেষ্ঠ কবির হাতে (দ্রষ্টব্যঃ http://www.somewhereinblog.net/blog/nasiru) চাবি ঘুরালেই হলো।

লজ্জা পাচ্ছেন কেন? আপনাদের মতো মুক্তবুদ্ধির মানুষদের তো লজ্জা পাওয়ার কথা নয় । তো মুক্তবুদ্ধির মানুষ সাহেব আমি একটা ছড়ার কথা উল্লেখ করেছিলাম অনুমতি কিন্তু পাইনি (কপিরাইট বলেও তো একটা কথা আছে), আমি নিকের আড়ালে আছি তবুও বলতে পারছি না রুচিতে বাধছে। আর আপনার রুচির খবর তো তৃতীয় বাংলার শ্রেষ্ঠ কবি এখন জানেন, তখন তো জানতেন না। কি বলেন ছড়াটা পাড়া হবে নাকি! আহমদ ময়েজ কোন পয়গম্ভর নন, তাই সাহাবীরও প্রয়োজন নেই। আপনি পয়গম্ভর হতে চাচ্ছেন কিন্তু সেই যোগ্যতা আপনি ধারণ করেন না তা আপনার সাহাবীরা জানলেও আপনি জানেন না অথবা জানতে চান না।

গত মন্তব্যে আপনার মূর্খ বাহিনীর (নিকের) একটা তালিকা দিয়েছিলাম আরেকটি পূণাঙ্গ তালিকা আমি তৈরী করেছি আপনি চাইলে আপনাকে পাঠাতে পারি। ইমন সরওয়ার এর ব্লগে মূর্খতা নিয়ে একটা লেখা আছে পড়ে দেখতে পারেন। http://www.somewhereinblog.net/blog/dipokoo7 ভাই ব্যক্তিগত বিষয় নিয়ে কি ভাবে কথা বার্তা বলা (উপপত্নি/রক্ষিতা বিষয়ক) হয় তা ই তো উন্মোচন করতে চেয়েছিলাম, দেখাতে চেয়েছিলাম মুখোসের আড়ালের একজন মেকি মুক্তবুদ্ধির মানুষকে। আফসুস এগোল না, তবে শুভ বুদ্ধির উদয় হয়েছে দেখে ভালো লাগলো। আপনাদের মুক্তচিন্তার বলিহারী যাই, আপনারা নিকের আড়ালে কিংবা পোষা চামচা নিয়ে দাপট দেখান, অন্যকে মৌলবাদী বলে জাহির করতে চান।

অথচ নিজেরা আয়না দেখেন না, নিজের উপর আপনাদের বুঝি এই আস্থা, নাকি নিজেকে আয়নায় দেখতে ভয় নিজের জায়গায় যদি পশু সদৃশ্য কাউকে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।