আমাদের কথা খুঁজে নিন

   

মৃত্যু সর্বনাশা

নয়া যামানার নয়া পথিক,পথ হারিয়ে ছুটনা দিক্বিদিক মিটে যাবে তোমার সকল আশা যখন আঘাত হানবে মৃত্যু সর্বনাশা। মিথ্যে হয়ে যাবে তোমার সব জল্পনা-কল্পনা মাটির ঐ কবরখানাই হবে তুমার শেষ ঠিকানা। তোমার ঐ খৈ ফোটা মুখে থাকবে না কোনো কথা তোমার জন্য থাকবে না কারো মাথা-ব্যাথা। তাকাবে না কেউ তোমার ঐ চন্দ্র-বদন মুখে হারিয়ে যাবে তুমি অসীম একাকিত্বের বুকে। শেষ হবে তোমার সব রূপের বাহার তোমার দেহ হবে তখন পোকা-মাকড়ের আহার।

তোমার চোখ আর দেখবে না ধরার রং-তামাশা নেমে আসবে তোমার দুটি চোখে নিদারুণ অমানিশা। যে কান দুনিয়ার রঙ্গ-রস শুনার জন্য হতো অধির আজ হবে তা চিরজনমের জন্য বধির। আর কোন মজার খাবার পাবে নাকো খেতে মিশে যাবে তোমার মুখ আজ না হয় কাল ঐ মাটিতে। পেটখানা তোমার আর হবে না ক্ষুধার্ত যার জন্য তোমার দিন-রাত কেটে যেতো। তোমার পা আর যাবে না এ শহর থেকে সে শহর হয়ে যাবে তা চিরতরে নিথর।

তোমার হাত আর কোন লেখা লিখবে না শত চেষ্টা করেও তাকে আর চালানো যাবে না।  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.