আমাদের কথা খুঁজে নিন

   

কথাটি আবারো প্রমাণিত !

জ্ঞানের সাগরের এক ফোঁটা জল এখনো গ্রহণ করতে পারিনি। তবুও নিজেকে সবজান্তা বলি। সকলকে কিছু জানাতে পারার জন্যই লিখে থাকি। প্রচলিত আছে, আগে গেলে বাঘে খাই, পিছে গেলে সোনার টুকরো পাই' কথাটি আবার প্রমাণিত হল। দাঁড়ান, বলছি কিভাবে হল।

প্রায় দেড় বছর আগে জিপি মোডেম কিনেছিলাম। তখন দাম ছিল ৩৫০০ টাকা। তখনকার দিনে স্পীড ভালোয় ছিল। আমি সুখী ছিলাম। কিন্ত এর পর এল জায়ান্ট কিউবি আর বাংলালায়ন।

এদের স্পীড দেখে আমি অবাক হইয়ে গেলাম। কিন্ত যখন তাদের দাম দেখলাম তখন আমি অবাক হতে পারলাম না কারন আমি হতবাক হইয়ে গিয়েছিলাম। এদের দাম জিপিএর অর্ধেকের কম। প্যাকেজও ঢেঁড় ভাল। আমার বন্ধুরা যারা কিউবি বা বাংলালায়ন ব্যাবহার করত তারা হূট-হাট স্ট্যাটাস পিক আপলোড করত আর আমাকে তা করতে বহুক্ষণ অপেক্ষা করতে হত।

মুহূর্তে আমার মনে গভীর হতাশাবোধ জাগরিত হল। void(0); এভাবে আমি আগে গেলে বাঘে খাই, পিছে গেলে সোনার টুকরো পাই' কথাটির তাৎপর্য বোঝতে পারলাম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।