আমাদের কথা খুঁজে নিন

   

আমার বিলীন হবার অপেক্ষায়

মানুষ সব পারে কিন্তু একজন মানুষ সব পারেনা । আমার বিলীন হবার অপেক্ষায় বিলীন হবার অপেক্ষায় আমি এক স¦ল্পভাষী কবি,কম জানি তাও মাতৃ ভাষায় শব্দ খোঁজার প্রত্যয় থেকে যায়, আমার বিলীন হবার অপেক্ষায়। আমি জুতোবিহীন পথিক, আমার নগ্ন পায়ের ভগ্ন দশা অস্তিত্য নেই তবু রাস্তা আমার বন্ধু, আমার বিলীন হবার অপেক্ষায়। আমি শব্দ ছাড়া বন্য রাখাল,বাঁশিতে সুর নাই আমি নিজের ভেতর সুরেই খেলি,আপন মনে গাই আমার বিলীন হবার অপেক্ষায়। আমি প্রতিবাদী সৈনিক তবু প্রতিবাদ নাই, রাইফেলের শব্দ আমাকে ভয় পাইয়ে দেয়।

আমি অযোগ্য, আমার বিলীন হবার অপেক্ষায়। আমি রক্তপিপাষু এক মস্তক হরণকারী জল্লাদ,আমার ছুরি’র ঘা চকচকে বুলেটের মতোই,কিšু‘ হন্তারক আমি খুঁজে ফিরি পঁচা অতীত। আমার বিলীন হবার অপেক্ষায়। আমি সৌখিন,তবে কষ্টের তীব্র শখ আমার নিজেকেই আবিষ্কারের জন্য; হয়তো ভুলুন্ঠিত হবার জন্যই। আমার বিলীন হবার অপেক্ষায়।

আমার আজন্ম মৃত্যু আমাকে ছিঁড়ে ছিঁড়ে খায়, আমার বিলীন হবার অপেক্ষায়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।